Reliance Rooftop Theatre,বাণিজ্যনগরীতে বিনোদনে নতুন যোগ JWD, মুম্বইতে JWD-র উদ্ভোধন করল রিলায়েন্স

মুম্বইতে জিও ওয়ার্ল্ড ড্রাইভ (JWD) প্রিমিয়াম শপিং মলের উদ্বোধন করেছে রিলায়েন্স৷ ৫ নভেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে জিও ওয়ার্ল্ড ড্রাইভভারতে এই প্রথমবার তৈরি হল রুফটপ শপিং মলউদ্ভোধন করল রিলায়েন্সসর্বসাধারণের জন্য খুলবে ৫ নভেম্বর

দিওয়ালির মরশুমে রিলায়েন্স কোম্পানির(Reliance) একের এক ধামাকা নিউজউৎসবের মরশুমে রিলায়েন্স বাজারে নিয়ে আসছে জিওফোন নেক্সট, তাও আবার মাত্র ১৯৯৯ টাকা প্রাথমিক বিনিয়োগের বিনিময়েসেই সঙ্গে খুব শীঘ্রই জিও বুকের লঞ্চের খবরে খুশির হাওয়া টেকদুনিয়ায়এবার উৎসবের মরশুমে আরেকটি সুখবর নিয়ে হাজির মুকেশ আম্বানির(Mukesh Ambani) সংস্থা রিলায়েন্সস্মর্টফোন, ল্যাপটপের পর এবার পালা শপিং মলের(Shopping Mall)ইতিমধ্যেই বাণিজ্যনগরী মুম্বইতে(Mumbai) জিও ওয়ার্ল্ড ড্রাইভ (JWD) প্রিমিয়াম শপিং মলের উদ্বোধন করেছে রিলায়েন্স৷ ৫ নভেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে জিও ওয়ার্ল্ড ড্রাইভ(Jio World Drive)বিখ্যাত আর্কিটেক্ট রস বনথোর্ন এবং অ্যান্ডি ল্যাম্পার্ড (Ross Bonthorne and Andy Lampard) JWD-এর ডিজাইন বানিয়েছেন৷ ফরাসি কনসেপ্ট Nuage অনুযায়ী ভাসমান, মেঘের মতো কাঠামো দেখা যাবে এখানে৷

এই মলে বিশ্বমানের পরিষেবা গ্রাহকদের দিতে বদ্ধপরিকর সংস্থা৷ ভারতীয়রা যাতে দেশের মধ্যেই আন্তর্জাতিক মানের শপিং মল পান, সেই উদ্দেশ্যেই ওই শপিং মল খোলা হয়েছেসংস্কৃতি, খাবার, কিছু পাওয়া যাবে এক ছাদের তলায়এই ধরনের অত্যাধুনিক শপিং মল ভারতে(India) এই প্রথম৷ রিলায়েন্স রিটেলের ডিরেক্টর ইশা আম্বানি (Isha Ambani, Director, Reliance Retail) বলেন যে, আধুনিক যুগের গ্রাহকদের কথা মাথায় রেখেই জিও ওয়ার্ল্ড ড্রাইভ তৈরি করা হয়েছে৷ JWD-তে বিশ্বের সেরা রিটেল এবং বিনোদনের অভিজ্ঞতা হবে গ্রাহকদের যা আগে কখনও হয়নি৷ আরবসাগরের তীরে জিও ড্রাইভ-ইন থিয়েটার(Jio Drive In Theatre) ফিল্ম সিটিতে বিনোদনের নতুন মাত্রা যোগ করল তা আর বলার অপেক্ষা রাখে না

Latest Videos

Ola si New Booking Date- ওলা Si-র অতিরিক্ত চাহিদা, ১ নভেম্বরের বদলে নতুন পার্চেস উইন্ডো খুলবে ১৬ ডিসেম্বর

Poultry Farming With 50k-৫০ হাজার টাকা বিনিয়োগে শুরু করুন পোলট্রি ফার্মিং ব্যবসা, মাসে পান ১ লাখ

মুম্বইয়ের বাণিজ্যিক কেন্দ্র বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন হয়েছিল জিও ওয়ার্ল্ড ড্রাইভ (JWD)-এর ৷ ১৭.৫ একর জমিতে তৈরি হয়েছে এই প্রিমিয়াম রিটেল ডেস্টিনেশন৷ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে হ্যাংআউটের জন্য একদম পারফেক্ট

এখানে থাকছে মোট ৭২টি আন্তর্জাতিক এবং ভারতীয় ব্র্যান্ডের আউটলেট৷ খাবার এবং শপিংয়ের আল্টিমেট ডেস্টিনেশন হয়ে উঠবে জিও ওয়ার্ল্ড ড্রাইভ ৷ সারা বিশ্বের ২৭টি খাবারের আউটলেট (culinary outlets), মুম্বইয়ের প্রথম রুফটপ জিও ড্রাইভ-ইন থিয়েটার, ওপেন এয়ার কমিউনিটি মার্কেট, পোষ্য বান্ধব সার্ভিস এবং আরও অনেক কিছু থাকছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভে (Jio World Drive) ৷ রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের সিইও দর্শন মেহতা এর আগে জানিয়েছিলেন যে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভ মুম্বইয়ের সোশ্যাল সেন্টারের নতুন ভরকেন্দ্র বলা যেতে পারে ৷ সারা বিশ্বের বিভিন্ন রিটেল সংস্থার আউটলেট রয়েছে এখানে ৷ জিও ড্রাইভ-ইন থিয়েটারও এর নতুন আকর্ষণ হতে চলেছে ৷ এই জায়গাটি অবশ্যই মাস্ট-ভিজিট স্থান সবার জন্যই৷

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari