পিএম কিষাণ যোজনা: ১১ -তম কিস্তির টাকা কি পেয়েছেন? মেসেজ না ঢুকল করুন এই কাজ

দেশের কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার  নয়া সুবিধা নিয়ে হাজির হয়েছে। গরীব ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এই বিশেষ প্রকল্পে মিলবে আকর্ষণীয় সুবিধা।। দেশের কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সর্বত্রই এই কাজ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকরা। কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন বহু কৃষক। এবার কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত কৃষকরা খুব শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন। অবশেষ হল দীর্ঘ প্রতীক্ষার অবসান। পিএম কিষাণ যোজনায় ১১ তম কিস্তির টাকা প্রদান করেছে  কেন্দ্র।  ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দেশের ১০ কোটির বেশি কৃষকের কাছে ২১ হাজার কোটি টাকা পৌঁছে যাবে। 

দেশের কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার  নয়া সুবিধা নিয়ে হাজির হয়েছে। গরীব ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এই বিশেষ প্রকল্পে মিলবে আকর্ষণীয় সুবিধা।। দেশের কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সর্বত্রই এই কাজ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকরা। কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন বহু কৃষক। এবার কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত কৃষকরা খুব শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন। অবশেষ হল দীর্ঘ প্রতীক্ষার অবসান। পিএম কিষাণ যোজনায় ১১ তম কিস্তির টাকা প্রদান করেছে  কেন্দ্র।  ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দেশের ১০ কোটির বেশি কৃষকের কাছে ২১ হাজার কোটি টাকা পৌঁছে যাবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পি এম কিষাণ সম্মান নিধির একাদশ কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছে। শিমলা থেকে ১০ কোটির বেশি কৃষককে ২০০০ টাকা প্রদানের সৌভাগ্য হয়েছে বলে জানান মোদী। কৃষকরা এই টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন। তবে আরও জানানো হয়েছে, যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তাদের ফোন মেসেজ আসবে। ফোনে মেসেজ না এলে কীভাবে বুঝবেন  আপনার অ্যাকাউন্টে  পিএম কিষাণ যোজনার টাকা ঠুকেছে কিনা। এই ছোট্ট পদ্ধতির সাহায্যেই আপনি দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে  কিনা।যারা এখনও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের  অধীনে নিবন্ধন করেননি তাদের অবশ্যই মনে রাখবেন যে এই প্রকল্পের জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন। প্রথমত, নিজের নাম, বয়স, লিঙ্গ এবং বিভাগ । দ্বিতীয়ত,  আধার নম্বর এবং/অথবা অন্য কোনো নির্ধারিত নথি সনাক্তকরণের উদ্দেশ্যে যেমন ড্রাইভিং লাইসেন্স, ভোটারদের এলডি কার্ড, এনআরইজিএ জব কার্ড, বা কেন্দ্রীয়/রাজ্য/ইউটি সরকার বা তাদের কর্তৃপক্ষ দ্বারা জারি করা অন্য কোনোও শনাক্তকরণ নথি ইত্যাদি।  তৃতীয়ত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড। চতুর্থত, মোবাইল নম্বর যদিও এটি বাধ্যতামূলক নয় তবে এটি উপলভ্য হলে পরামর্শ দেওয়া হয়। নিজের নাম নথিভুক্ত হওয়ার পর প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার  ওয়েবসাইটে গিয়ে হোম পেজের মেনু বারে ফার্মার কর্ণারে গিয়ে ক্লিক করে  নিজের রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের নাম লিখতে হবে। তারপর গেট রির্পোটে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে  প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে গিয়ে  লগ ইন করতে হবে। সেখানেই এই যোজনায় রেজিস্ট্রেশন করার অপশন রয়েছে। সেখানে গিয়েই রেজিস্ট্রেশন করতে হবে।ওয়েবসাইট থেকেই সমস্ত কিছু দেখা যাবে আপনার করা আবেদন কোন পর্যায়ে রয়েছে তাও জানা যাবে। যদি আপনার পুরো পদ্ধতিটি গ্রহনযোগ্য হয় তাহলেই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পে আপনার নাম দেখা যাবে।

Latest Videos

 

 

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে  আরও জানা গেছে, পি এম কিষাণ সম্মান নিধি যোজনার ১১ তম কিস্তির খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। ১১ তম কিস্তির টাকা যেন সমস্ত কৃষকরা পায়, সেইদিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করা আছে এই প্রকল্পের অন্তর্গত তাঁদেরকে তিনটি কিস্তিতে ৬,০০০ টাকা করে দেওয়া হয় ।  কৃষকদের বয়স অনুযায়ী নির্ধারিত হয় ৷ এই যোজনায় লাভ পেতে পারেন ১৮ থেকে ৪০ বছর বয়সীরা ৷ যে সমস্ত কৃষকদের কাছে সর্বাধিক ২ হেক্টর কৃষি জমি আছে তারা এই প্রকল্পের অধীনে থাকতে পারবেন ৷ এই যোজনার অন্তর্গত ২০ বছর ও সর্বাধিক ৪০ বছর পর্যন্ত ৫৫ টাকা থেকে ২০০০ টাকা করে মাসিক হিসাবে দেওয়া হয় ৷ কয়েক দিনের মধ্যেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে  পি এম কিষাণ সম্মান নিধি যোজনার  ১১ তম কিস্তির টাকা ঢুকে যাবে বলেই আশা করা হচ্ছে।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM