Jio 5 Plans-৩ মাস ধরে চলবে জিও-র ৫ টি প্ল্যান, জেনে নিন সেগুলো সম্পর্কে

অনেক ক্ষেত্রে বাড়িতে ওয়াইফাই থাকায় ফোনে আলাদা করে ডেটার প্রয়োজন হয় না। কিন্তু ফোন কলের জন্য রিচার্জ করতে হয়। প্রত্যেকের চাহিদা অনুযায়ী জিও এনেছে ৫ টি ভিন্ন প্ল্যান৩ মাস অর্থাৎ জিও-র হিসাবে ৮৪ দিনের মেয়াদ থাকবে এই প্ল্যানগুলির।

চলতি বছরে বিশেষত দিওয়ালির মরশুমে(Diwali) একের পর এক চমক দিয়ে চলেছে মুকেশ আম্বানর সংস্থা রিলায়েন্স জিও(Reliance Jio)উৎসবের মরশুমে বাজারে এসেছে রিলায়েন্স জিওফোন নেক্সটএবার জিও-তে(JIo) চলে এল ৫ টি বিশেষ রিচার্জ প্ল্যান(5 recharge plans)একেই বলে দিওয়ালি বোনাঞ্জা অফার হিসাবে জিও-র(Jio) ডবল ধামাল১৪ দিন থেকে ৩৬৫ দিনের নানারকম প্ল্যান রয়েছে জিও-রঅনেক ক্ষেত্রে বাড়িতে ওয়াইফাই থাকায় ফোনে আলাদা করে ডেটার প্রয়োজন হয় না। কিন্তু ফোন কলের জন্য রিচার্জ করতে হয়। প্রত্যেকের চাহিদা আলাদা। সেগুলির সঙ্গে খাপ খাইয়েই জিও এনেছে ৫ টি ভিন্ন প্ল্যান(5 plans)জেনে নিন Jio-র সেই ৫টি আকর্ষণীয় প্ল্যানের বিষয়ে। ৩ মাস অর্থাৎ জিও-র হিসাবে ৮৪ দিনের মেয়াদ থাকবে এই প্ল্যানগুলির। জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলিতে কী কী সুবিধা পাবেন।

১. রিলায়েন্স জিও ৩২৯ টাকার প্ল্যানঃ

Latest Videos

এটি রিলায়েন্স জিওর ভ্যালু প্ল্যান্স-এর অন্তর্গত। ৩২৯ টাকার এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ পাবেন। মোট ৬ জিবি ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷ Jio-এর এই প্ল্যানে মোট ১০০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও, Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

HTC Earbudsযুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে HTC True Wireless Earbuds Plus,সিঙ্গল চার্জে ৮৬ ঘন্টা ব্যাটারি লাইফ

দাম : ৩২৯ টাকা

মেয়াদ : ৮৪ দিন

মোট ডেটা : ৬ জিবি

এসএমএস : ১০০০টি

২. রিলায়েন্স জিও ৫৫৫ টাকার প্ল্যান

এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷ প্রতিদিন ১০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও, Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

দাম : ৫৫৫ টাকা

মেয়াদ : ৮৪ দিন

দৈনিক ডেটা : ১.৫ জিবি

মোট ডেটা : ১২৬ জিবি

এসএমএস : দিনে ১০০টি

৩. রিলায়েন্স জিও ৫৯৯ টাকার প্ল্যান

মেয়াদ ৮৪ দিন। প্ল্যান চলাকালীন প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা দেবে জিও৷

প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। এর পাশাপাশি Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

দাম : ৫৯৯ টাকা

মেয়াদ : ৮৪ দিন

দৈনিক ডেটা : ২ জিবি

মোট ডেটা : ১৬৮ জিবি

এসএমএস : দিনে ১০০টি

৪. রিলায়েন্স জিও ৮৮৮ টাকার প্ল্যান

এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷ প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। এই প্ল্যানে Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

দাম : ৮৮৮ টাকা

মেয়াদ : ৮৪ দিন

দৈনিক ডেটা : ২ জিবি

মোট ডেটা : ১৭৩ জিবি (৫ জিবি অতিরিক্ত ডেটা)

এসএমএস : দিনে ১০০টি

৫. রিলায়েন্স জিও ৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। এছাড়াও Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

দাম : ৯৯৯ টাকা

মেয়াদ : ৮৪ দিন

দৈনিক ডেটা : ৩ জিবি

মোট ডেটা : ২৫২ জিবি

এসএমএস : দিনে ১০০টি

 

 

 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী