
চলতি বছরে বিশেষত দিওয়ালির মরশুমে(Diwali) একের পর এক চমক দিয়ে চলেছে মুকেশ আম্বানর সংস্থা রিলায়েন্স জিও(Reliance Jio)। উৎসবের মরশুমে বাজারে এসেছে রিলায়েন্স জিওফোন নেক্সট। এবার জিও-তে(JIo) চলে এল ৫ টি বিশেষ রিচার্জ প্ল্যান(5 recharge plans)। একেই বলে দিওয়ালি বোনাঞ্জা অফার হিসাবে জিও-র(Jio) ডবল ধামাল। ১৪ দিন থেকে ৩৬৫ দিনের নানারকম প্ল্যান রয়েছে জিও-র। অনেক ক্ষেত্রে বাড়িতে ওয়াইফাই থাকায় ফোনে আলাদা করে ডেটার প্রয়োজন হয় না। কিন্তু ফোন কলের জন্য রিচার্জ করতে হয়। প্রত্যেকের চাহিদা আলাদা। সেগুলির সঙ্গে খাপ খাইয়েই জিও এনেছে ৫ টি ভিন্ন প্ল্যান(5 plans)। জেনে নিন Jio-র সেই ৫টি আকর্ষণীয় প্ল্যানের বিষয়ে। ৩ মাস অর্থাৎ জিও-র হিসাবে ৮৪ দিনের মেয়াদ থাকবে এই প্ল্যানগুলির। জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলিতে কী কী সুবিধা পাবেন।
১. রিলায়েন্স জিও ৩২৯ টাকার প্ল্যানঃ
এটি রিলায়েন্স জিওর ভ্যালু প্ল্যান্স-এর অন্তর্গত। ৩২৯ টাকার এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ পাবেন। মোট ৬ জিবি ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷ Jio-এর এই প্ল্যানে মোট ১০০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও, Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।
দাম : ৩২৯ টাকা
মেয়াদ : ৮৪ দিন
মোট ডেটা : ৬ জিবি
এসএমএস : ১০০০টি
২. রিলায়েন্স জিও ৫৫৫ টাকার প্ল্যান
এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷ প্রতিদিন ১০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও, Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।
দাম : ৫৫৫ টাকা
মেয়াদ : ৮৪ দিন
দৈনিক ডেটা : ১.৫ জিবি
মোট ডেটা : ১২৬ জিবি
এসএমএস : দিনে ১০০টি
৩. রিলায়েন্স জিও ৫৯৯ টাকার প্ল্যান
মেয়াদ ৮৪ দিন। প্ল্যান চলাকালীন প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা দেবে জিও৷
প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। এর পাশাপাশি Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।
দাম : ৫৯৯ টাকা
মেয়াদ : ৮৪ দিন
দৈনিক ডেটা : ২ জিবি
মোট ডেটা : ১৬৮ জিবি
এসএমএস : দিনে ১০০টি
৪. রিলায়েন্স জিও ৮৮৮ টাকার প্ল্যান
এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷ প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। এই প্ল্যানে Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।
দাম : ৮৮৮ টাকা
মেয়াদ : ৮৪ দিন
দৈনিক ডেটা : ২ জিবি
মোট ডেটা : ১৭৩ জিবি (৫ জিবি অতিরিক্ত ডেটা)
এসএমএস : দিনে ১০০টি
৫. রিলায়েন্স জিও ৯৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানেরও মেয়াদ ৮৪ দিন। প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে পারবেন। এছাড়াও Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।
দাম : ৯৯৯ টাকা
মেয়াদ : ৮৪ দিন
দৈনিক ডেটা : ৩ জিবি
মোট ডেটা : ২৫২ জিবি
এসএমএস : দিনে ১০০টি