RBI Restrictions-লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে ১০০০ টাকার বেশি তোলা যাবে না,সিদ্ধান্ত RBI-র

লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি ভালো নয়, ১০০০ টাকার বেশী তোলা যাবে না, সেই সঙ্গে জারি করেছে অন্যান্য বেশ কিছু নিয়মও। 

লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাঙ্ক(Laxmi Coop Bank Solapur)। এই ব্যাঙ্কের নামের সঙ্গে হয়তো অনেকেই সেভাবে পরিচিত নন। আর ঠিক সেই কারনেই এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের(Account Holder) সংখ্যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় অনেকটাই কম। নানান কারনের জন্যই লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাঙ্কের(Laxmi Coop Bank Solapur) প্রতি বিশেষ নজর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India)। সম্প্রতি লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক সোলাপুরের (Laxmi Coop Bank Solapur) উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক(Reserve bank of India) ৷ ব্যাঙ্কের খারাপ আর্থিক পরিস্থিতি(Poor Financial Condition)দেখে একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of india)। রিজার্ভ ব্যাঙ্কের(RBI) তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে  জানানো হয়েছে, এবার থেকে লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাঙ্কের(Laxmi Coop Bank Solapur) গ্রাহকরা একটা নির্দিষ্ট অঙ্কের টকাই ব্যাঙ্ক বা এটিএম থেকে তুলতে পারবে। আর সেই টাকার অঙ্কের পরিমান হল ১০০০ টাকা(1000 rupees)। অর্থাৎ, লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা ১০০০ টাকার বেশি একটা টাকাও আর বেশি তোলা যাবে না। 

 রিজার্ভ অফ ইন্ডিয়া(RBI)এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছে, ২০২১ সালের ১২ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ হওয়ার পর থেকে আগামী ৬ মাস পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে ৷ এই সময় বিধিনিষেধ নিয়ে পর্যালোচনা করা হবে ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডায়ার (RBI) নির্দেশ অনুযায়ী, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক (Laxmi Coop Bank Solapur)রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া কোনও বিশেষ কাজ করতে পারবে না। যেমন কোনও গ্রাহককে কোনও ঋণ দিতে পারবে না। আবার কোনও লোন মডিফাইও করতে পারবে না৷

Latest Videos

আরো পড়ুন-RBI On Crypto-দেশের অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারে ক্রিপটো মার্কেট, সতর্কবার্তা RBI গভর্নরের

NIC increase 64%-ডিমানিটাইজেশন পর কেটেছে ৫ বছর, প্রকাশিত RBI রিপোর্ট, নোট সর্কুলেশন বেড়েছে ৬৪ শতাংশ

লক্ষ্মী কোঅপারেটিভ ব্যাঙ্ক কোনও রকমের ইনভেস্ট করতে পারবে না আর না কোনও রকমের পেমেনট করবে বা পেমেন্টের অনুমতি দেবে ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডায়ার তরফে আরও জানানো হয়েছে, সেভিংস বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের ১০০০ টাকার বেশি তোলার অনুমতি দেওয়া হবে না ৷ একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে, রিজার্ভ ব্যাঙ্কের  তরফে জারি করা নিষেধাজ্ঞাকে ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল হিসেবে কখনই মানা উচিৎ না ৷ যতদিন পর্যন্ত ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি  উন্নতি হচ্ছে না হয় ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে যদি লোনের কিস্তি কাটা হয় তাদের শর্ত অনুযায়ী সেটেলমেন্ট করার অনুমতি দেওয়া হবে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia