Cauliflower Price-বেশ খানিকটা দাম কমেছে ফুলকপির,১২ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন এই সবজি

শীতকালীন সবজির মধ্যে অন্যতম জনপ্রিয় সবজি ফুলকপি। ১২ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে  ফুলকপি ।

Kasturi Kundu | Published : Nov 22, 2021 5:45 AM IST

শীতের মরশুমে বাহারি সবজির চাহিদা বরাবরই বেশী থাকে। তার মধ্যে বিশে।ভাবে উল্লেথযোগ্য ফুলকপি(Cauliflower)। হালকা শীতের আমেজ পড়তে না পড়তেই রীতিমতো ফুলকপির পসরা সাজিয়ে বসেন সবজী বিক্রেতারা। কয়েকদিন আগেও বেশ চড়া দামেই বিকোচ্ছিল ফুলকপি। তবে এবার আর মধ্যবিত্তের পকেটে ফুলকপি কিনতে চাপ পরবে না। কারন ফুলকপির দামের পারদ বেশ অনেকটাই নেমেছে(Price Discrease)। উল্লেখ্য,টমেটোর দাম নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণ আপাতত নেই। তবে সপ্তাহের শুরুতেই শীতকালীন সবজী(Winter Vegitable) ফুলকপির(Cauliflower) দাম কমায় খুশির হাসি ক্রেতাদের মুখে। শীতের প্রধান ফসল(Winter Vegitable) ফুলকপির দাম আগামী কয়েকদিনে  আরও নামতে পারে বলে মনে করা হচ্ছে। তবে টমেটোর দাম নিয়ে কপালে চিন্তার ভাঁজ শুধু ক্রেতাদেরই নয়,বিক্রেতাদেরও।  বিক্রেতাদের বক্তব্য, তাঁরা পাইকারিই কিনছেন অনেকটা চড়া দরে। তাই বিক্রির দামও(Retail Price) বেড়ে যাচ্ছে বেশ অনেকটাই যা অনেকেরই সাধ্যের বাইরে। উল্লেখ্য,প্রতিদিনের পাইকারি বাজার(Wholesale Market) থেকে সবজি কিনে তা পরের দিন বিক্রি হয় মার্কেটে। তাই আজকের বাজার দর দেখার আগে একহার ঢুঁ মেরে আসা যাকরবিবারের পাইকারি বাজারের গলি থেকে।

তাহলে আর দেরি না করে চটজলদি দেখে নেওয়া যাক রবিবারের পাইকারি বাজার দর কেমন ছিল।

আরও পড়ুন-Tomato Hits Century-অগ্নিমূল্য সবজি বাজার, সেঞ্চুরি করল টমেটো, কিছুটা স্বস্তি মাছ বাজারে

NASA: মহাশূন্যে লঙ্কা চাষে সফল্যের টুইট নাসার বিজ্ঞানীর, স্পেস স্টেশনে কী করে লঙ্কা চাষ হচ্ছে জেনে নিন
 
রবিবারের পাইকারি বাজার  দর

ফুলকপির দাম - ১২ থেকে ১৫ টাকা প্রতি পিস।
আলুর দাম  - ১৩ থেকে ১৬ টাকা প্রতি কেজি
পালং-এর দাম  - ২৫ থেকে ৩০ টাকা প্রতি কেজি
বেগুনের দাম  - ২০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি
বাঁধাকপির দাম - ২০ থেকে ২৫ টাকা প্রতি কেজি

এবার দেখা যাক সোমবারে খুচরো বাজার দর

টমেটোর দাম- ৮৫ থেকে ১০৫ টাকা প্রতি কেজি
বেগুনের দাম - ৪৫ থেকে  টা৫৫কা প্রতি কেজি
আলু- ১৬ টাকা থেকে ২০ টাকা প্রতি কেজি
চন্দ্রমুখী আলু - ২২ থেকে ২৫ টাকা প্রতি কেজি
পেঁপে - ২০ থেকে ২৫ টাকা প্রতি কেজি
পালং - ৫০ থেকে ৬৫ টাকা
বলা বাহুল্য, সেঞ্চুরির ঘর থেকে আজও নামেনি টমেটোর দাম। 

সবজি বাজারের পর এবার ঘুরে তাহলে ঘুরে আসা যাক মাছ-মাংসের বাজার থেকে। দেখে নিন সোমবারের মাছ-মাংসের বাজার দরটা ঠিক কেমন রয়েছে। 

রুই মাছের দাম- ১৬০ থেকে ২০০ টাকা 
কাতলা মাছের দাম- ২৫০ থেকে ৩৫০ টাকা
ইলিশ মাছের দাম- ২৪০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি 
কাটা মুরগির দাম - ১৭৫ থেকে ২০০ টাকা প্রতি কেজি 
গোটা মুরগির দাম-  ১২০ থেকে ১৩৫ টাকা প্রতি কেজি
মাটনের দাম - ৬৩০ থেকে ৭০০ টাকা প্রতি কেজি

বাজারে যাওয়ার আগে খুচরো বাজার দর জেনে গেলে ঠকার সম্ভবনা বেশ খানিকটা কমই থাকে। সেই সঙ্গে যদি পাইকারি বাজার দরও নখদর্পণে থাকে তাহলে তো দরদামের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা পাওয়া যায়। 


 

Share this article
click me!