নতুন গাড়ির সঙ্গে নববর্ষ সেলিব্রেশনের দারুন সুযোগ, স্টক ক্লিয়ারেন্স অফারে দুর্দান্ত ছাড়ে কিনুন নতুন গাড়ি

নতুন বছর শুরুর আগে পুরনো স্টক ক্লিয়ারেন্সের জন্যই ক্রেতাদের বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে। বছর ঘুরলেই পুরনো হয়ে যায় গাড়ির গাড়ির ম্যানুফ্যাকচারিং। তাই ১ জানুয়ারির আগেই কিনে ফেলুন পছন্দের গাড়ি।


নতুন বছরে নতুন গাড়ি কিনতে চান...তাহলে ২০২২ সালের ১ লা জানুয়ারির আগেই কিনে ফেলুন নতুন গাড়ি। দারুণ আকর্ষণীয় ছাড়ে পেয়েযাবেন আপনার পছন্দের গাড়ি। প্রসঙ্গত, নতুন বছর শুরুর আগে পুরনো স্টক ক্লিয়ারেন্সের জন্যই ক্রেতাদের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে। বছর ঘুরলেই পুরনো হয়ে যায় গাড়ির গাড়ির ম্যানুফ্যাকচারিং। কম-বেশি প্রতিটি গাড়ি কোম্পানিই তাদের গাড়ির মডেলে একটি ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বর লাগায়। এই নম্বরটি কোড হিসাবে ব্যবহৃত হয় যার দ্বারা বোঝা যায় গাড়িটি কবে ম্যানুফ্যাকচার হয়েছে। এই কোডটি সাধারণত গাড়ির ইঞ্জিন বা প্যাসেঞ্জার কম্পার্টমেন্টের পাশে থাকে।  যেমন মারুতি কোম্পানির ভেহিকেল আইডেন্টিফিকেশন নম্বরটি ১৭ সংখ্যার হয়ে থাকে। বেশির ভাগ আইডেন্টিফিকেশন নম্বর এমএ৩ দিয়ে শুরু হয়ে থাকে। উল্লেখ্য, ১৭ সংখ্যার এই নম্বরের ১০ নম্বর সংখ্যাটি গাড়ির সালকে নির্ধারণ করে আর ১১ নম্বর সংখ্যাটি গাড়ির ম্যানুফ্যাকচারিং মাসকে। 

এক নজরে দেখে নেওয়া যাক স্টক ক্লিয়ারেন্স কোন গাড়ির দামে কতটা ছাড় পাওয়া যাচ্ছে। মারুতি সুজুকিতে পাওয়া যাবে প্রায় ৩৭ হাজার টাকা থেকে ৮৯ হাজার টাকা। টাটা মোটরসে ৭৭ হাজার ৫০০ টাকা থেকে ২.২৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। টাটা সংস্থার হেক্সার ক্ষেত্রের ছাড়ের পরিমান প্রায় ২.২৫ লাখ টাকা। এই টাটা কোম্পানিরই আরেকটি গাড়ি হ্য়াচব্যাকে ছাড় পাওয়া যাবে ৭৭ হাজার ৫০০ টাকা। হন্ডা কোম্পানি বিভিন্ন মডেলের ওপর ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এই সংস্থার তরফে সম্প্রতি লঞ্চ হওয়া আরেকটি মডেল হন্ডা সিভিকের ওপর ২.৫৫ লাখ টাকার ছাড় পাওয়া যাবে। 

Latest Videos

আরও পড়ুন-SBI Loan Offer-ক্রিসমাসে কার লোনে বিশেষ অফার স্টেট ব্যাঙ্কের, সম্পূর্ণ ছাড় প্রসেসিং ফি-তে

আরও পড়ুন-দেশের মধ্যে প্রথমবার গ্রিন লোন চালু করল এসবিআই, মিলবে আকর্ষণীয় ছাড়

নতুন গাড়ি দিয়ে যারা নববর্ষকে স্বাগত জানানোর পরকল্পনা করছেন তাঁদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। তাই ত দ্রু সম্ভব, মারুতি সুজুকি, টাটা মোটরস, হুন্ডাই কোম্পানির গাড়ি গুলো দেখতে পারেন। কারন এই সব কোম্পানির গাড়ি গুলোর ওপরই দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। স্টক ক্লিয়ারেন্সের সময় এই কোম্পানির বিভিন্ন মডেলের ওপর প্রায় লাখ টাকার কাছাকাছি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের। শুধু ছাড় পাওয়াযাচ্ছে এমনটা নয়, বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ অফারও দেওয়া হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই সকল কোম্পানির যে গাড়ি গুলোর স্টক এখনও রয়েছে সেগুলোর ওপরই এক্সচেঞ্জ অফার বা ছাড়ের সুযোগ পাওয়া যাবে। তাই সম্ভব হলে এই সময়ের মধ্যে নতুন গাড়ি কেনার এই সুযোগকে একেবারেই হাতছাড়া করবেন না। বর্ষশেষের মরশুমের মত এত বিরাট অঙ্কের টাকার ছাড় কিন্তু অন্য সময় পাওয়া সত্যিই মুশকিল। 

Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |