পয়লা বৈশাখের দিন প্রায় ৫৫ হাজার ছুঁই ছুঁই সোনার দাম, রূপোর দরও উর্ধ্বমুখী

নববর্ষের সঙ্গে যেন নস্টালজিয়া জড়িয়ে রয়েছে সকলের। পয়লা বৈশাখ মানেই নতুন জামা, বিকেল হলেই বাড়ির বড়দের সঙ্গে পাড়ার সোনার দোকানে হালখাতা করতে যাওয়া  মিষ্টিমুখ করা, তার সঙ্গে উপরি পাওনা বাংলা ক্যালেন্ডার। এসব স্মৃতিই পয়লা বৈশাখের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তবে শেষ কয়েক বছরে পয়লা বৈশাখে উৎসবের রং ফিকে। করোনা মহামারি যেন সবাইকে ভার্চুয়াল করে দিয়েছে। এখনকার দিনে সেসব যেন ক্রমশ কমে যাচ্ছে। সারল্যর জায়গায় লোক দেখানো ব্যাপার চলে এসেছে। আগে এই দিনে  বাঙালিদের মধ্যে গয়না কেনার হিড়িক প্রচন্ড লক্ষ্য করা গেলেও এখন বাঙালিরা সোনা কেনে ধনতেরাসে। আর হালখাতা কী জিনিস সেটা এখনকার প্রজন্মের আউট অফ নলেজ। এবার পয়লা বৈশাখের দিনও আকাশছোঁয়া সোনা ও রূপোর দাম। একধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম। 

নববর্ষের সঙ্গে যেন নস্টালজিয়া জড়িয়ে রয়েছে সকলের। পয়লা বৈশাখ মানেই নতুন জামা, বিকেল হলেই বাড়ির বড়দের সঙ্গে পাড়ার সোনার দোকানে হালখাতা করতে যাওয়া  মিষ্টিমুখ করা, তার সঙ্গে উপরি পাওনা বাংলা ক্যালেন্ডার। এসব স্মৃতিই পয়লা বৈশাখের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তবে শেষ কয়েক বছরে পয়লা বৈশাখে উৎসবের রং ফিকে। করোনা মহামারি যেন সবাইকে ভার্চুয়াল করে দিয়েছে। এখনকার দিনে সেসব যেন ক্রমশ কমে যাচ্ছে। সারল্যর জায়গায় লোক দেখানো ব্যাপার চলে এসেছে। আগে এই দিনে  বাঙালিদের মধ্যে গয়না কেনার হিড়িক প্রচন্ড লক্ষ্য করা গেলেও এখন বাঙালিরা সোনা কেনে ধনতেরাসে। আর হালখাতা কী জিনিস সেটা এখনকার প্রজন্মের আউট অফ নলেজ। এবার পয়লা বৈশাখের দিনও আকাশছোঁয়া সোনা ও রূপোর দাম। একধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম। অনেকদিন ধরে সোনার দাম উর্ধ্বমুখী। পাশাপাশি রূপোর দরও ক্রমশ বাড়ছে।  বৈশাখের শুরুতেই যেহারে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের।

শরু হয়ে গেল  বিয়ের মরশুম। তবে যে হারে সোনার দাম  বাড়ছে তা নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমের আগে থেকেই  লাগাতার দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে  মধ্যবিত্তের। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সপ্তাহের শুরু থেকেই চড়চড়িয়ে দাম বাড়ল সোনার।  মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের অনেকটাই দাম বেড়েছে সোনার।চলতি সপ্তাহ থেকেই অনেকটাই দাম বেড়েছে সোনার। ফের উর্ধ্বমুখী সোনার দাম। এপ্রিল  মাসের শুরুতে নয়া অর্থবর্ষেই ভারতে বেশ অনেকটাই দাম কমতে শুরু করেছে সোনার। তবে শুধু সোনাই নয়, রূপোর বাজারে বড় চমক। তবে ফেরএমসিএক্স সূচকে অনেকটাই দাম বেড়েছে সোনার। সোনার দাম কমলে কিছু়টা হলেও যেন স্বস্তি থাকে মধ্যবিত্তের। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। 

Latest Videos

 

এবার মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে লাগাতার দাম বেড়েই চলেছে সোনার। তবে রূপোর দামও যে এতটা বাড়বে তা মনে হয় আশা করেননি কেউই। কিন্তু চলতি সপ্তাহে অনেকটাই উত্থান হয়েছে রূপোর। প্রতিদিনই একটু একটু করে দাম বেড়েই চলেছে। ২২ ক্যারেট সোনার দাম ফের ৫০ হাজার ছুঁতে চলেছে। অন্যদিকে ভারতীয় বাজারে  ৫৫ হাজার টাকার ছুঁই ছুঁই ১০ গ্রাম পাকা সোনার দাম।  যা ইতিমধ্যেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমজনতার। সোনার দামে যেন আগুন  লেগেছে। বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম বাড়ল সোনার । সামনেই বিয়ের মরশুম তার উপর লাগাতার দাম বাড়ছে সোনার। যা নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। ফের ৫০ হাজারের গন্ডি পেরিয়েছে সোনার দাম। কলকাতাতেও সোনার দাম আকাশছোঁয়া। দিন কয়েকের মধ্যেই যে হু হু করে বেড়ে গেল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে দাম বাড়ছে রূপোর। সোনার দাম প্রতিদিনই যেন একটু একটু করে বাড়ছে। পয়লা বৈশাখের দিন ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

এপ্রিল মাসের শুরু থেকেই সোনার দামে বড় চমক দিলেও ফের বাড়ছে সোনার দাম । একদিকে সামনেই বিয়ের মরশুম শুরু হতে চলেছে। এটাই কিন্তু সোনার কেনার সবচেয়ে বড় সুযোগ,  দাম কমায় তেমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা।  কারণ বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই সময়টাতে সোনা কেনার হিড়িক অনেকটাই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিয়ের মরশুমের আগেই যেহারে সোনার দাম বাড়ছে, তাতে পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তের। বিয়ের মরশুমের আগে বেশ কিছুদিন ধরে সোনার দাম নিয়ে চিন্তা বাড়ছিল মধ্যবিত্তের।  আজও সোনার নাম গতকালের তুলনায় উর্ধ্বমুখী।   যে হারে সোনার দাম বাড়ছিল তাতে নাভিশ্বাস অবস্থা হয়েছিল সাধারণ মানুষের।গত কয়েকদিনের তুলনায় আজ দাম বেড়েছে সোনার। ভারতীয় বাজারে ফের অর্থবর্ষের শুরুতে সোনার দাম বাড়ায় চিন্তায় ব্যবসায়ীরা। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।  ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৫৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৪,০৬০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম৭০,০০০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে | South 24 Parganas News
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র