এই গ্রীষ্মে দার্জিলিং ঘোরার প্ল্যান, সস্তায় টয় ট্রেন সফরের মজা উপভোগ করুন

গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং ভ্রমণের প্ল্যান করছেন তাঁদের জন্য এসে গেল এক দুর্দান্ত খবর। পর্যটকদের বাড়তি সুবিধা প্রদান করতে বেশ খানিকটা কমানো হল টয় ট্রেনের ভাড়া। একলাফে ২০০ টাকা পর্যন্ত কমল টয় ট্রেনের ভাড়া। প্রসঙ্গত, বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন NF রেলওয়ের কাটিহার ডিভিশনের ADRM সঞ্জয় চিলওয়রওয়ার। 

বছর শুরুতেই রেলের (Indian Railway) বিভিন্ন পরিষেবায় এসেছে আমূল পরিবর্তন। শুধু নিত্যযাত্রীর রেল পরিষেবাই নয়, শৈল শহর দার্জিলিঙের (Darjeeling) ঐতিহ্য ট্রয়ট্রেনেও (Toy Train) মিলতে চলেছে দারুণ ছাড়। শীতের মরশুম প্রায় শেষর মুখে। আর কিছু দিনের মধ্যেই স্কুল-কলেজে শুরু হবে গ্রীষ্মের ছুটি। আর এই ছুটির মরশুমে অনেকেরই ছুটি কাটানোর জন্য প্রথম পছন্দ দার্জিলিং (Darjeeling)। যারা এই আসন্ন গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং ভ্রমণের প্ল্যান করছেন তাঁদের জন্য এসে গেল এক দুর্দান্ত খবর। পর্যটক আর দার্জিলিং-র ঐতিহ্যবাহী টয়ট্রেন একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। তাই পর্যটকদের বাড়তি সুবিধা প্রদান করতে বেশ খানিকটা কমানো হল টয় ট্রেনের ভাড়া। একলাফে ২০০ টাকা পর্যন্ত কমল টয় ট্রেনের ভাড়া। প্রসঙ্গত, বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক (Press Confarence) করেন NF রেলওয়ের কাটিহার ডিভিশনের ADRM সঞ্জয় চিলওয়রওয়ার। তিনিই জানান, পর্যটকদের (Tourist) সুবিধার জন্য ও আরও পর্যটককে দার্জিলিং-র (Darjeeling) প্রতি আকৃষ্ট করতে এবং তাঁদের টয় ট্রেনমুখী (Toy Train Fair Cost Cutting) করতেই ভাড়া কমানোর এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভাড়া কমানোর ফলে এবার থেকে বেশ খানিকটা কম ভাড়াতেই এসি কোচে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সুযোগ পাবে পর্যটকরা। অন্যদিকে দার্জিলিং জয় রাইডে এবার থেকে থাকছে কাঁচে মোড়া ভিস্তাডোম কোচ। আর সেই কোচে বসেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। উল্লেখ্য, আগে এনজেপি-দার্জিলিং পর্যন্ত এসি কোচে ভাড়া ছিল মাথা পিছু ১৭২০ টাকা। এখন সেই ভাড়া কমে হল মাথাপিছু ১৫০০ টাকা। অন্যদিকে ফার্স্ট ক্লাস কোচের ভাড়া যেখানে ছিল মাথাপিছু ১৬০০ টাকা সেখানে ভাড়া কমে হল ১৪০০ টাকা। উল্লেখ্য, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে দুটি এসি কোচ ও একটি ফার্স্ট ক্লাস কোচ থাকছে। অন্যদিকে দার্জিলিং স্টেশন থেকে ঘুম হয়ে ফের দার্জিলিং স্টেশন পর্যন্ত জয় রাইড পরিষেবা ছিল। এই পরিষেবা যেমন জনপ্রিয় তেমনই লাভজনকও বটে। বলা বাহুল্য, এই জয়রাইডে এবার থেকে সমস্ত কোচ ভিস্তাডোম করা হচ্ছে। সেই সঙ্গে কমছে জয় রাইডের ভাড়াও। আগে যেখানে জয় রাইডের ভাড়া ছিল ১৫০০ ও ১৬০০ টাকা সেটি কমে হল ১০০০ টাকা। 

Latest Videos

বুধবার সাংবাদিক বৈঠকে রেলের আধিকারিকেরা জানান, ১ মার্চ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে সামার ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। শিলিগুড়ি জংশন, কার্শিয়াং, ঘুম ও দার্জিলিং স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সামার ফেস্টিভ্যাল আয়োজন করা হবে। স্টেশনগুলিতে স্থানীয় শিল্পীদের নিয়ে গান, নাচ সহ বেশ কিছু অনুষ্ঠান করা হবে। সেই সঙ্গে ভিস্তাডোম কোচ আনার ফলে টয় ট্রেনের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলেও মনে করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইআর কতৃপক্ষ। তাই নতুন রুপে নতুন সাজে টয়ট্রেনের যাত্রা উপভোগ করতে এই গ্রীষ্মে চলে আসুন শৈল শহর দার্জিলিঙে। 

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC