মান্য়বরের মাত করা ভ্যালেনটাইন্স ডে কালেকশন, দেখে নিন কোন ব্র্যান্ডে কী রয়েছে

ভ্যালেনটাইন্স ডে-কে আরেকটু স্পেশাল করে তুলতে এবার ময়দানে নামল ভেদান্ত ফ্যাশন লিমিটেড। হ্যাঁ, ১৪ ফেব্রুয়ারি আপনি ভ্যালেনটাইন্স ডে এনজয় করুন এই সংস্থার অধীনস্থ কোম্পানি মান্যবর অ্যান্ড হানিঃ পেহেনো আপনি পেহেচন-এর সঙ্গে। 
 

ভ্যালেনটাইন্স ডে (valentines Day) মানেই একটা সেলিব্রেশনের মুহূর্ত। এবারে আপনার ভ্যালেনটাইন্স ডে-কে আরেকটু স্পেশাল করে তুলতে এবার ময়দানে নামল ভেদান্ত ফ্যাশন লিমিটেড (Vedant Fashion Limited)। হ্যাঁ, ১৪ ফেব্রুয়ারি আপনি ভ্যালেনটাইন্স ডে এনজয় করুন এই সংস্থার অধীনস্থ কোম্পানি মান্যবর (Manyavar) অ্যান্ড হানিঃ পেহেনো আপনি পেহেচন-এর সঙ্গে। এবারের ভ্যালেনটাইন্স ডে স্পেশাল কালেকশনে রয়েছে তৈয়ারি কালেকশন। বলি মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) থেকে নতুন প্রজন্মের রণবীর সিং (Ranveer Singh) ও কার্তিক আরিয়ানের (Kartick Aryan) মত তারকারা এই ব্র্যান্ডের অ্যম্বাসডার। শেরওয়ানি থেকে কুর্তা, জ্যাকেটস পাজামা আর ইন্দো-ওয়েস্টার্নের একসে বরকর এক কালেকশন নিয়ে হাজির হয়েছে মান্যবর। ভ্যালেনটাইনড ডে-র সঙ্গে চলছে বিয়ের মরশুমও। তাই এই ধরনের কালেকশন ওয়েডিং ড্রেসের (Wedding Collections) জন্যও একদম আদর্শ। 

ভেদান্ত ফ্যাশনের (Vedant Fashion) আরেকটি ব্র্যান্ড মোহে। এই ব্র্যান্ডের কালেকশনগুলোবিয়ের নতুন কনের জন্যও কিন্তু একদম পারফেক্ট। এক্সপোর্ট ডিজাইন আর ফেব্রিকের সুক্ষ্ম কাজের আদলে তৈরি লেহেঙ্গা পড়ে মোহের ব্র্যান্ড অ্যম্বাসডার এখন বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট। বলা বাহুল্য, আজকের নববধূরা কিন্তু হালফ্যাশনের যুগে গা ভাসিয়েছে। প্রচুর বাঙালিও আজকের দিনে লেহেঙ্গা পড়ে বিয়ের আসরে উপস্থিত হয়ে থাকে। সেই সকল মর্ডান ব্রাইড টু বি-দের জন্য মোহে নিয়ে এসেছে লাল ও গোলাপি আভায় মাল্টিকালারের লেহেঙ্গার সম্ভার রয়েছে মোহেত। 

Latest Videos

আরও পড়ুন-ভালবাসার দিনে নতুন রূপে 'দিদি নম্বর ১', প্রথম দিনেই চাঁদের হাট সিজন ৯-এ

আরও পড়ুন-কেন ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে, রইল অজানা কাহিনি

আরও পড়ুন-ভ্য়ালেনটাইন্স ডে-র প্রাক্কালেই ডেটিং-র নতুন সুযোগ, সৌজন্যে টিন্ডারের নয়া এডিশন ব্লাইন্ড অ্যাপ

শুধু মহিলা বা পুরুষদের জন্যই নয়, মান্যবর নিয়ে এসেছে কিডস স্পেশল কালেকশনও। রয়্যাল আর ফেস্টিভ ডিজাইনের মিশেলে মান্যবর কিডস ফ্যাশনের জুড়ি মেলা ভার। হাল ফ্যাশনের যুগে ছোটরাই বা কেন বাদ যাবে। তাই তাদের জন্য মান্যবর নিয়ে এসেছে পাঞ্জাবি পাজামা থকে কুর্তা জ্যাকেটের মত নজরকাড়া কালেকশন রয়েছে এখানে। আর প্রতিটি কালেকশনেই আপনি পেয়ে যাবেন ফেস্টিভ টাচ। বলা ভাল, মান্যবরের কিডস কালেকশনে আপনার বাচ্চার স্টাইল স্টেটমেন্টটাই একেবারে বদলে যাবে। 

আরেকটি নাম করা কালেকশন হল মেবাজ কালেকশন, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেভেরাকোন্ডা ও তকিয়ারা আডবানিকে। এই বিভাগে রয়েছে লেটেস্ট মর্ডান ডিজাইনের ড্রেসের বিপুল সমাহার। প্রসঙ্গত ক্রিসিল রিপোর্ট অনুযায়ী, ২০২০ এর অর্থবর্ষে কর প্রদানের পর ভেদান্ত ফ্যাশন হল ভারতের সবচেয়ে বড় কোম্পানি যেটি গ্রুম টু বি-র কালেকশনের জন্য এক ও অনন্য।  উল্লেক্য, ভেদান্ত ফ্যাশন লিমিটেড নিজস্ব ব্র্যান্ডের যে ভ্যারাইটি সেখানে বিশেষভাবে প্রাধান্য পায় এথনিক ওয়্যার। ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও-তেও গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছে ভেদান্ত ফ্যাশন। 

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News