বাই নাও পে লেটার অপশন আজকাল খুবই জনপ্রিয় হয়েছে। বিভিন্ন অনলাইন সাইটে এই অপশনের সুবিধা গ্রাহকরা উপভোগ করে থাকেন। এবার জ্যোমাটোতেও সেই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। তবে সংস্থার তরফে এই খবরে এখনও শিলমোহার দেওয়া হয় নি।
আজকাল বহু অনলাইন শপিং সাইটগুলো বাই নাও পে লেটারের (Buy Now Pay Later) সুবিধা দিয়ে থাকে। এই সুবিধার ফলে অনেক গ্রাহকই তাঁর প্রয়োজনীয় জিনিসটা সময় মত কিনে নেওয়ার সুযোগ পেয়ে যায়। এবার একটি নামী অন লাইন ফুড ডেলিভারি সংস্থাও এই সুবিধা গ্রাহকদের দিতে চায়। তাই এবার আপনার যদি মন মতন কোন খাবারের অর্ডার করার ইচ্ছে হয় আর সেই সময় হাতে পর্যাপ্ত পরিমান টাকা না থাকে তাহলে নো টেনশন...আগে পেটপুজো করে নিন তারপর না হয় টাকা দেবেন (Buy Now Pay Later)। আর আপনার জন্য এই বিশেষ সুবিধাটি নিয়ে আসতে চলেছে প্রথমসারির একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জ্যোমাটো (Zomato)। সুত্রের খবর, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই বাই নাও পে লেটারের (Buy Now Pay Later)সিস্টেম চালু করার পরিকল্পনা করছে ফুড ডেলিভারি অ্যাপ (Online Food Delivery App) জ্যোম্যাটো (Zomato)। তবে এখনও সংস্থার তরফে এই বিষয় কোনও কিছু জানান হয়নি।
সুত্রের মারফত পাওয়া খবর অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে, এই বাই নাও পে লেটারের 9Buy Now pay later) ব্যবস্থা চালু হলে জ্যোমাটোর জনপ্রিয়তা আরও অনেকাংশে বেড়ে যাবে। যে সমস্ত গ্রাহকরা জ্যোম্যাটো ব্যবহার করেন তাঁরা আরও বেশি করে এই ফুড ডেলিভারি অ্যাপের প্রতি আকৃষ্ট হবেন। পরোক্ষভাবে বাড়বে সংস্থার লাভের পরিমানও। সম্প্রতি জ্যোমাটো (zomato) একটি নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থা কেনারও পরিকল্পনা করছে। তবে এটি বেশ সময় সাপক্ষ ব্যাপার। যতদিন পর্যন্ত না জ্যোমাটোর এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত বাই নাও পে লেটার-এর জন্য অন্য কোনও নন ব্যাঙ্কিং সংস্থার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে জ্যোমাটো। জ্যোমাটোর মত ফুড ডেলিভারি সংস্থা বাই নাও পে লেটারের যে অপশন চালু করছে সেই ব্যাপারে সুত্রের দাবি, কোনও ব্যক্তির পকেটে যদি সেই রকম টাকা না থাকে, অথচ তাঁর খাবার খেতে ইচ্ছে হচ্ছে বা বাড়িতে হঠাৎ করে অনেক লোক চলে এসেছে। তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে কিন্তু সেই মুহূর্তে পর্যাপ্ত টাকা নেই, এই রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্যই জ্যোমাটোর তরফে বাই নাও পে লেটারের (Buy Now pay Later) একটা প্রাথমিক চিন্তাভাবনা করা হচ্ছে। তবে কবে সংস্থার তরফে এই খবরে শিলমোহর দেওয়া হবে সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে।
আরও পড়ুন-Tax On Food Delivery Service: নতুন কর ধার্য হল ফুড ডেলিভারি সংস্থাগুলোর ওপর, আশঙ্কা খরচ বৃদ্ধির
আরও পড়ুন-Biryani Ordered on Swiggy: প্রতি মিনিটে ১১৫টি করে বিরিয়ানি অর্ডার দিয়েছেন ভারতীয়রা
জ্যোমাটো-র মত ফুড ডেলিভারি সংস্থা যদি বাই নাও পে লেটারের মত অপশন গ্রাহকদের দেয়, সেক্ষেত্রে অন্যান্য নামী ফুড ডেলিভারি সংস্থাগুলোও এই অপশন চালু করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে একইসঙ্গে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, শেয়ার মার্কেটে কিন্তু খুব একটা স্থিতিশীল জায়গায় ছিল না জ্যোমাটো। সংস্থার শেয়ার দর বিগত এক মাসে ৩০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। উল্লেখ্য, বাই নাও পে লেটার সিস্টেমটি গোটা বিশ্বেই আজ জনপ্রিয় হয়ে উঠেছে। নির্দিষ্ট সময় পর্যন্ত বিনা সুদে ঋণ নেওয়ার মত বাই নাও পে লেটার অপশনটি ব্যবহার করার সুযোগ পাওয়া যায়।