ভারতীয় সেনা বাহিনিতে কাজের সুযোগ, যোগ্যতা দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, আজই আবেদন করুন

আগ্রহীরা ওয়েবসাইট https://www.tajabharti.com/tag/indian-army-jobs/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বিইজি সেন্টার রুরকি, ভারতীয় সেনাবাহিনী (BEG Centre Roorkee, Indian Army)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk), স্টোরকিপার II (Storekeeper II), সিভিল ট্রেড ইন্সট্রাক্টর (Civil Trade Instructor) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট https://www.tajabharti.com/tag/indian-army-jobs/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
BEG Centre Roorkee Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
BEG Centre Roorkee Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: বিইজি সেন্টার রুরকি, ভারতীয় সেনাবাহিনী (BEG Centre Roorkee, Indian Army)
পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোরকিপার II, সিভিল ট্রেড ইন্সট্রাক্টর সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৫২টি
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): ৪টি পদ
স্টোরকিপার II: ৩টি পদ
সিভিল ট্রেড ইন্সট্রাক্টর : ৩টি পদ
কুক: ১৯টি পোস্ট
MTS (ওয়াচম্যান): ৫টি পদ
এমটিএস (মালী): ৫টি পদ
এমটিএস (সাফাইওয়ালা) : ৪টি পদ
লাস্কার : ২টি পদ
ওয়াশারম্যান: ৩টি পদ
বার্বার: ৪টি পদ
প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন।

BEG Centre Roorkee Recruitment 2022: বয়সসীমা
সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর।
সংরক্ষিত শ্রেণীর জন্য উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রদান করা হবে সরকারের সংরক্ষণের নিয়ম অনুসারে।
BEG Centre Roorkee Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাস।
স্টোরকিপার-III: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাস।
সিভিল ট্রেড ইন্সট্রাক্টর: সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাস সহ দশম শ্রেণি উত্তীর্ণ
কুক: দশম শ্রেণি উত্তীর্ণ সহ রান্নায় ভালো জ্ঞান থাকা আবশ্যিক
MTS (ওয়াচম্যান): যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস।
এমটিএস (মালী): যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস।
এমটিএস (সাফাইওয়ালা): যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস।
লস্করr: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস।
ওয়াশারম্যান: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস।
বার্বার: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস।
BEG Centre Roorkee Recruitment 2022: বেতন
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): মাসিক ১৯৯০০ টাকা + ভাতা, পে লেভেল ২।
স্টোরকিপার II: মাসিক ১৯৯০০ টাকা + ভাতা, পে লেভেল ২।
সিভিল ট্রেড ইন্সট্রাক্টর: মাসিক ১৯৯০০ টাকা + ভাতা, পে লেভেল ২।
কুক: মাসিক ১৯৯০০ টাকা + ভাতা, পে লেভেল ২।
MTS (ওয়াচম্যান): মাসিক ১৮০০০ টাকা + ভাতা, পে লেভেল ১।
MTS (মালী): মাসিক ১৮০০০ টাকা + ভাতা, পে লেভেল ১।
এমটিএস (সাফাইওয়ালা): মাসিক ১৮০০০ টাকা + ভাতা, পে লেভেল ১।
লস্কর: মাসিক ১৮০০০ টাকা + ভাতা, পে লেভেল ১।
ওয়াশ্যার ম্যান: মাসিক ১৮০০০ টাকা + ভাতা, পে লেভেল ১।
বার্বার: মাসিক ১৮০০০ টাকা + ভাতা, পে লেভেল ১।
BEG Centre Roorkee Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা
দক্ষতামূলক পরীক্ষা
LDC: টাইপিং পটেস্ট।
সরাসরি আবেদন করার জন্য ও সম্পূর্ণ নোটিশটি পড়ার জন্য প্রার্থীরা এই লিঙ্কটি https://www.tajabharti.com/wp-content/uploads/2022/03/BEG-Centre-Roorkee-Notification-2022-1.pdf ব্যবহার করতে পারেন।

Latest Videos

আরও পড়ুন- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! প্রচুর সংখ্যক পদে নিয়োগ করবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন

আরও পড়ুন- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই প্রতিষ্ঠান! ৪৬২ শূন্যপদে নিয়োগ চলছে

আরও পড়ুন- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ, প্রচুর সংখ্যক পদে নিয়োগ করবে ন্যাশনাল হেলথ মিশন

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী