মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি, বিপুল নিয়োগ হবে CISF-এ, জেনে নিন বিস্তারিত

Published : Jan 25, 2025, 10:00 AM IST
CISF rising day

সংক্ষিপ্ত

মাধ্যমিক পাশ করলেই CISF-এ ১১২৪ টি পদে চাকরির সুযোগ। কনস্টেবল এবং ড্রাইভার-কাম-পাম্প অপারেটর পদে নিয়োগ। ৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত আবেদন।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। চাকরি পেতে এবার আর এম বা বিএ পাশ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি। ভারতের সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)- এ এবার মিলবে চাকরির সুযোগ। ১১২৪ পদে হবে নিয়োগ। প্রকাশ্যে এল নয়া বিজ্ঞপ্তি। বিস্তারিত জেনে নিন।

শূন্যপদ

শীঘ্রই নিয়োগ হবে ভারতের সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)- এ। ১১২৪ পদে হবে নিয়োগ। কনস্টেবল বা ড্রাইভার- ৮৪৫ জন। কনস্টেবর বা ড্রাইভার-কাম-পাম্প অপারেটর- ২৭৯ জন নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

ভারতের সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)- এ নিয়োগ হবে একাধিক পদে। সকল পদের আলাদা শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা আছে।

কনস্টেবল বা ড্রাইভার পদে নিয়োগ হবে ৮৪৫ জন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনার বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

কনস্টেবর বা ড্রাইভার-কাম-পাম্প অপারেটর পদে ২৭৯ জনকে নিয়োগ করা হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট গাড়ির জন্য থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স। এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

ভারতের সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)- এ ১১২৪ পদে হবে নিয়োগ। অনলাইনে আবেদন করতে পারবেন। https://cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটে প্রথমে যান। সেখানে মিলবে ফর্ম। ১০০ টাকা দিতে হবে ফি বাবদ। তপশিলি জাতি, উপজাতি ও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না।

পরীক্ষার পদ্ধতি

মোট চার ভাগে হবে পরীক্ষা। হাইট বার টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টস ট্রেড টেস্ট নেওয়া হবে। আবেদন শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। আর আবেদন শেষ হবে ৪ মার্চ।

এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। 

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে