বছর শেষ সুখবর! মেট্রো রেলে কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, আবেদন শুরু চলতি মাসেই

Published : Dec 11, 2024, 09:32 AM IST
About 8 lakh passengers boarded metro rail on Panchami record rush on occasion of Durga Puja bsm

সংক্ষিপ্ত

কলকাতা মেট্রো রেলে ১২৮ টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ। মাধ্যমিক পাশ এবং ট্রেডে NCVT/SCVT সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু ২৩ ডিসেম্বর, ২০২৪ থেকে।

পড়াশোনা শেষ করা পর ভালো চাকরির স্বপ্ন দেখেন সকলেই। কিন্তু, মনের মতো চাকরি পাওয়া সহজ কথা নয়। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের দীর্ঘদিন ধৈর্য ধরতে হয়। এবার চাকরি সংক্রান্ত এল দুর্দান্ত খবর। এবার মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারেন কলকাতা মেট্রো রেলে।

শূন্যপদ

আপাতত নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। ১২৮ জন নিয়োগ করা হবে। তার মধ্যে ৮২ জন ফিটার, ২৮ জন ইলেকট্রিশিয়ান, ৯ জন মেশিনিস্ট ও ৯ জন ওয়েলডার।

যোগ্যতা

কলকাতা মেট্রো রেলে চাকরির জন্য আবেদন করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আর মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর থাকতে হবে ট্রেডে NCVT বা SCVT-র সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি

মাধ্যমিক বা আইটিআই পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে তৈরি হবে মেরিট লিস্ট। মেরিটের ওপর ভিত্তি করে হবে নিয়োগ।

আবেদন মূল্য

সাধারণ প্রার্থীদের আবেদন করতে লাগবে ১০০ টাকা। তেমনই আবেদন মূল্য লাগবে না এসসি, এসটি এবং মহিলাদের।

আবেদনের তারিখ

আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন করা যাবে। ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত করতে পারবেন। mtp.Indianrailways.gov.in এ গিয়ে আবেদন করুন। এই ওয়েব সাইটে বিস্তারিত জানতে পারবেন। তাই দেরি না করে আবেদন করুন।

আপনি যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেরি না করে আবেদন করুন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

 

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য