
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সরকারি দফতরে। নিয়োগ হবে কনস্টেবল পদে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। কীভাবে করবেন আবেদন? জানা গিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৬ সালে ডিসেম্বরে মোট ২৫৪৮৭ টি পদের নিয়োগের জন্য জিডি (GD) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির সঙ্গে আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় জন্য আবেদনের শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর।
বেতন
সমস্ত পদের জন্য লেভেল ৩ বেতন স্কেল অনুসারে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত থাকবে।
যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী পাশ করতে হবে। এনসিসি (NCC) সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। আপনার কাছে এনসিসি (NCC) সার্টিফিকেট থাকলে পরীক্ষায় ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট -এ গিয়ে আবেদন করুন।
শূন্যপদ
মোট ২৫৪৮৭ টি পদে হবে নিয়োগ। পুরুষ প্রার্থীদের জন্য শূন্যপদ ২৩,৪৬৭টি। আবার মহিলা প্রার্থী নিয়োগ হবে ২,০২০টি। এর মধ্যে তফসিলি জাতি ৩,৭০২টি, তফসিলি উপজাতি ২,৩১৩টি। ৫,৭৬৫টি অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত পদ। অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর জন্য বরাদ্দ ২,৬০৫টি পদ। অসংরক্ষিত শ্রেণির জন্য আছে ১১,১০২টি পদ।
আবেদন পদ্ধতি
জানা গিয়েছে রেজিস্টার করার শেষ দিন ৩১ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। ফি দেওয়ার সুবিধা ১ জানুয়ারি পর্যন্ত থকাবে। ২০২৬ সালের জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে ১০ তারিখ রাত ১১টা পর্যন্ত তাদের আবেদনের কোনও ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করতে পারবেন। প্রযোজন্য সংশোধনে ফি প্রদান করতে হবে।
যোগ্যতা
দশন উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তেমনই আপনার বয়সের সীমা ১৮ থেকে ২৩-র মধ্যে আবেদন করতে পারবেন। এনসিসি (NCC) সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। তাতে ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এসসি বা এসটি প্রার্থীরা বয়সের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের পর্যন্ত ছাড় পেতে পারবেন। এবিসি শ্রেণীর প্রার্থীরা এবং প্রাক্তন সৈনিকরা তিন বছর পর্যন্ত ছাড় পেতে পারেন।