ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ৪০০, দেখে নিন কারা আবেদনযোগ্য

Published : Dec 23, 2025, 09:50 AM ISTUpdated : Dec 23, 2025, 10:05 AM IST
Indian oil quarter results

সংক্ষিপ্ত

আইওসিএল প্রায় ৪০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের হলদিয়া, গুয়াহাটি সহ বিভিন্ন শহরে পোস্টিং দেওয়া হবে।

বছর শেষে দারুণ খবর। চাকরি প্রার্থীদের জন্য এল এক চমকপ্রদ খবর। এবার নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। শূন্যপদ রয়েছে প্রায় ৪০০-র কাছাকাছি। এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ পাবেন অনেকে।

শূন্যপদ

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। শূন্যপদের সংখ্যা ৩৯৪। তাঁরা সংস্থার প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ফায়ার অ্যান্ড সেফটি-সহ অন্য বিভাগে কাজ করতে পারবেন। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে হলদিয়া, ডিগবয়, গুয়াহাটি-সহ অন্য শহরে। তাই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।

বয়সের সীমা

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে ২৫ হাজার থেকে ১,০৫,০০০ টাকা। তাই আগ্রহী হলে আবেদন করুন।

যোগ্যতা

ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-র তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। এছাড়া যোগ্যতা মাপকাঠি আছে। বিস্তারিত জানতে পারবেন প্রকাশ্যে আসা বিজ্ঞাপন থেকে। 

আবেদনপদ্ধতি

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। এই পদে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন মূল্য ৩০০ টাকা। আগামী ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। আবেদন করুন অনলাইনে। সংস্থার ওয়েবসাইটে যান প্রথমে। সেখানে বিজ্ঞাপন দেখতে পারবেন। আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এ এবার হবে নিয়োগ। আজই আবেদন করুন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাঁদের ভবিষ্যৎ ভয়ঙ্কর, ৭ বছর পরে ২২ ডিসেম্বরই চাঁদের সঙ্গে তীব্র সংঘর্ষ গ্রহাণুর- দেখা যাবে পৃথিবী থেকে
RRB Recruitment 2026 Notification: রেলে শূণ্যপদে চলছে নিয়োগ! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন