৫০০-র বেশি শূন্য়পদ, কর্মী নিয়োগ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে, আবেদন করুন এখনই

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো)-তে ৫১৮ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দশম, দ্বাদশ উত্তীর্ণ ও বিজ্ঞানে স্নাতকরা আবেদন করতে পারবেন।

বছর শেষে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার লোক নেওয়া হবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো)-তে। বিজ্ঞান শাখায় স্নাতক ও দশম ও দ্বাদশ উত্তীর্ণরা পাবেন সুযোগ। সদ্য চাকরির বিজ্ঞপ্তি এসেছে প্রকাশ্যে।

শূন্যপদ

Latest Videos

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে হবে বিপুল পরিমাণ। সুপারিন্টেন্ডেন্ট, ফার্মাসিস্ট, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ড্রেসার পদে হবে নিয়োগ। প্রায় ৫১৮ জন নিয়োগ করবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড।

যোগ্যতা

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে একাধিক পদে হবে নিয়োগ। সেই অনুসারে ভিন্ন ভিন্ন যোগ্যতার উল্লেখ আছে। দশম ও দ্বাদশ উত্তীর্ণ থেকে রসায়নে স্নাতক ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনার ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) -র শংসাপত্র থাকতে হবে। মোট এক বছরের জন্য বিভিন্ন বিভাগে কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

বয়সের সীমা

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো)-তে আবেদনের জন্য বয়সের সীমা রয়েছে। আপনি যে পদেই আবেদন করুন না কেন আপনার বয়সের সীমা ভিন্ন হবে। সপারিন্টেন্ডেন্ট পদে আবেদন করতে ২৮ বছর বয়স হতে হবে। আর অন্য়ান্য পদের জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন

প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১২০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। পদোন্নতির পর উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ১৫ হাজার থেকে ৭৭ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে।

আবেদন পদ্ধতি

আবেদন করার আগে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো) দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিন। এই সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারেন অনলাইনে। আগ্রহীদের ১০০ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, পরিচয়পত্র-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি ও একটি ছবি প্রয়োজন। আবেদনের শেষ দিন ২১ জানুয়ারি। এই বিষয় বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

 

Share this article
click me!

Latest Videos

মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?