সুপ্রিম কোর্টে ৯০টি পদে নিয়োগ! আবেদন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, কীভাবে চলবে নিয়োগ?

Published : Jan 12, 2025, 09:52 AM ISTUpdated : Jan 12, 2025, 09:54 AM IST
Supreme Court

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টে ৯০টি পদে নিয়োগ! আবেদন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, কীভাবে চলবে নিয়োগ?

ভারতের সুপ্রিম কোর্ট, এসসিআই ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য নিয়োগ চলছে। যোগ্য প্রার্থীরা sci.gov.in এসসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। মোট ৯০টি পদ খালি রয়েছে বলে জানা গিয়েছে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণের জন্য নীচে পড়ুন।

প্রার্থীকে বিভিন্ন সার্চ ইঞ্জিন/প্রক্রিয়া যেমন ই-এসসিআর, মনুপত্র, এসসিসি অনলাইন, লেক্সিসনেক্সিস, ওয়েস্টল ইত্যাদি থেকে কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহসহ গবেষণা ও বিশ্লেষণাত্মক দক্ষতা, লেখার দক্ষতা এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বয়স সীমা

প্রার্থীর বয়সসীমা ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ২০ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বাছাই প্রক্রিয়ায় তিনটি পর্যায় রয়েছে: প্রথম অংশ- মাল্টিপল চয়েস বেসড কোয়েশ্চেনস, প্রার্থীদের আইন বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতা পরীক্ষা করা এবং বোঝার দক্ষতা; দ্বিতীয় অংশ- সাবজেক্টিভ লিখিত পরীক্ষা, লেখা এবং বিশ্লেষণাত্মক দক্ষতার আচ্ছাদন; তৃতীয় অংশ- সাক্ষাৎকার। প্রথম ও দ্বিতীয় পর্ব একই দিনে ভারতের ২৩টি শহরে দুটি সেশনে অনুষ্ঠিত হবে।

আবেদন ফি ৫০০ টাকা- এবং ব্যাংক চার্জ, যদি প্রযোজ্য হয়। অর্থ প্রদান শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে করা উচিত। অন্য কোন প্রকারে ফি গ্রহণ করা হবে না। কোনো পোস্টাল আবেদন গ্রহণ করা হবে না। ইউকো ব্যাঙ্ক প্রদত্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি প্রদান করা হবে।

PREV
click me!

Recommended Stories

কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত
WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন