
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র বিভিন্ন বিভাগে রয়েছে চাকরির সুযোগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। সংস্থায় কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়াররা। এর জন্য আবেদন করতে হবে অনলাইনে।
শূন্যপদ
সংস্থায় জুনিয়র এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। মোট শূন্যপদ প্রায় ৯৭৬টি। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা সংস্থার আর্কিটেকচার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রলিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগ কাজের সুযোগ পাবেন। নিয়োগের পর প্রথম ছয় মাস তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বয়সের সীমা ও বেতন
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এ হবে নিয়োগ। আর্কিটেকচার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রলিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগে মিলবে কাজের সুযোগ। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৭ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। এই সকল পদে নিযুক্তরা মাসে ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।
যোগ্যতা
আর্কিটেকচার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রলিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগ হবে নিয়োগ। সিভিল বিভাগে জুনিয়র এগজিকিউটিভ পদে কাজের জন্য ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক হতে হবে। হতে হবে গেট উত্তীর্ণ। বাকি বিভাগে জন্য আছে আলাদা মাপকাঠি। তবে সব ক্ষেত্রেই প্রার্থীদের ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গেট উত্তীর্ণ হওয়া জরুরি।
আবেদন পদ্ধতি
আর্কিটেকচার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রলিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগে নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। এই সকল পদে আবেদন করতে লাগবে ৩০০ টাকা আবেদন মূল্য। আবেদন প্রক্রিয়া শুরু ২৮ অগাস্ট থেকে। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর গেট-র প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা যাচাই করা হবে। নিয়োগের শর্তাবলি জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। তাই এই পদে চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। একাধিক পদে নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।