কলকাতা বিমানবন্দরে কর্মী নিয়োগ, জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ, কারা আবেদনযোগ্য

Published : Jan 28, 2026, 09:59 AM IST
AAI Junior Executives Recruitment 2023

সংক্ষিপ্ত

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) কলকাতা নেতাজি সুভাষ বিমানবন্দরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে মোট ৬টি শূন্যপদে এক বছরের প্রশিক্ষণের জন্য কর্মী নেওয়া হবে। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে কলকাতা নেতাজি সুভাষ বিমানবন্দরে। একাধিক পদে হবে নিয়োগ। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে বিশেষ ঘোষণা করা হয়। জেনে নিন কারা পাবেন কাজের সুযোগ। কোন কোন পদে হবে নিয়োগ।

শূন্যপদ

সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউকেশন) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ৬টি। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সংস্থায় শিক্ষানবিশদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে।

বেতন

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশদের বৃত্তি দেওয়া হবে মাসে মাসে। বৃত্তি দেওয়া হবে ১৫ হাজার। অন্য দিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি হবে ১২ হাজার টাকা।

বয়সের সীমা

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন) এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউকেশন) পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে রয়েছে বয়সের নির্দিষ্ট সীমা। ১৮ থেকে ২৬ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। তবে, এই পদে শুধু এই রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

যোগ্যতা

নিয়োগ হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকতে হবে। অন্যদিকে ৩ বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে।

নিয়োগ

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউ বা নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আবেদনের শেষ দিন ৫ ফেব্রুয়ারি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রায় ৩০ হাজার শূন্যপদ, ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
IRCTC-তে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির দারুণ সুযোগ! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন