দ্বাদশ পাস করলে চাকরির সুযোগ, পরীক্ষা ছাড়াই ইন্ডিয়ান অয়েলে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) উত্তরাঞ্চলে শিক্ষানবিশ নিয়োগ করবে। শুধুমাত্র দ্বাদশ পাশেই ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্য iocl.com-এ উপলব্ধ।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিপুল পরিমাণে নিয়োগ হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এ। ২০০টি পদে হবে নিয়োগ। শুধুমাত্র দ্বাদশ পাশ করলেই মিলবে সুযোগ। বিস্তারিত জানতে চাইলে অনলাইনে আবেদন করুন। iocl.com-এ সম্পূর্ণ বিবরণ জানতে পারবেন।

শূন্যপদ

Latest Videos

বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। বিপণন বিভাগে হবে নিয়োগ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উত্তরাঞ্চলে শিক্ষানবিশদের সরাসরি নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে সবার আগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েব সাইট খুলুন। iocl.com-এ মিলবে বাকি তথ্য।

কোথায় হবে নিয়োগ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের দিল্লি, হরিয়ানা,পঞ্জাব, হিমাচলপ্রদেশ, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের শাখার জন্য কর্মী নিয়োদ করা হবে।

কারা আবেদনযোগ্য

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের টেকনিশিয়ান শিক্ষানবিশ, ট্রেড শিক্ষানবিশ পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটেগরি আছে। ডিপ্লোমা পাশ প্রার্থীরা টেকনিশিয়ান শিক্ষানবিশের জন্য আবেদন করতে পারেন। একই ভাবে আইটিআই পাশ প্রার্থীরা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারেন। BBA, BA, B.COM. B.SC প্রার্থীরা স্নাতক শিক্ষিনবিশের জন্য আবেদন করতে পারবেন। ১২ তম পাস প্রার্থীরা ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারেন। এই সকল পদে আবেদন করতে শেষ পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

বয়সের সীমা

এবার দ্বাদশই পাস করলে চাকরির সুযোগ, পরীক্ষা ছাড়াই ইন্ডিয়ান অয়েলে নিয়োগ। এই সকল পদে আবেদনের জন্য বয়সের সীমা ১৪ বছর থেকে ২৪ বছরের মধ্যে থাকতে হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এ শীঘ্রই হবে নিয়োগ। আবেদন করুন অনলাইনে। iocl.com-এ যান। সেখানে হোম পেজ খুললে কেরিয়ার লিঙ্ক পাবেন। তাতে ক্লিক করুন। দেরি না করে আবেদন করে ফেলুন। শীঘ্রই হবে নিয়োগ। উচ্চমাধ্যমিক পাশ করতে করলে আবেদন করতে পারেন। iocl.com-এ যান। সেখানে আবেদন করুন। ঘরে বসে আবেদন করুন এই পদে চাকরির জন্য। 

 

Share this article
click me!

Latest Videos

'আমাকে রক্তাক্ত করল মমতার পুলিশ' বেলগাছিয়ায় আহত শুভেন্দু! | Suvendu Adhikari Belgachia visit
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
‘সিভিক ভলান্টিয়ার তো সামনে, আসল রাঘব বোয়াল কে?’ RG Kar কাণ্ডে Adhir Ranjan Chowdhury-র তীব্র তোপ
Canning-এর শান্ত গ্রামে তীব্র চাঞ্চল্য! বাঁশবাগানের পুকুরে পেটি কে পেটি… আতঙ্ক গোটা এলাকায়
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest