Student Credit Card: কী অসুবিধায় পড়তে পারেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে? জানুন বিস্তারিত

Published : May 05, 2025, 11:25 PM ISTUpdated : May 05, 2025, 11:28 PM IST
Job oriented courses for 12th pass students

সংক্ষিপ্ত

Student Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের আগে জেনে নিন বিষয়গুলি। কী অসুবিধায় পড়তে পারেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে?

Student Credit Card: ১৮ বছরের কমবয়সি শিক্ষার্থীদের সাধারণত আলাদা করে কোনও আয়ের ব্যবস্থা থাকে না। ফলে পড়াশোনা অথবা নিজের দরকারের কোনও কিছু যেমন বই-খাতা বা পড়াশোনার অন্যান্য উপকরণ কেনা, কম্পিউটার কোর্স বা শিক্ষামূলক কোনও কোর্স শেখা ইত্যাদি ক্ষেত্রে ব্যয়ের জন্য আর্থিক সমস্যা যাতে কোন শিক্ষার্থীর ভবিষ্যতে বাধা না হয়ে দাঁড়াতে পারে, সেটা নিশ্চিত করার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে। সাধারণত ১৮ বছরের নীচে কোনও শিক্ষার্থীকে কোনও ব্যাঙ্ক ঋণ দিতে চায় না অথবা ক্রেডিট স্কোর না থাকায় ঋণ পাওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে না তারা। অনেকে আবার উচ্চসুদের হার চেয়ে বসে। এর ফলে অভিভাবক বা শিক্ষার্থীরা অন্য জায়গা থেকে ঋণ নিতে দ্বিধা বোধ করেন। যে কারণে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা চালু করা হয়েছে। অন্য ক্রেডিট কার্ডগুলির তুলনায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধরন ও নিয়ম কিছুটা আলাদা রকমের হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার আগে সম্পূর্ণ বিষয়গুলি আপনার জেনে রাখা দরকার।

আবেদনের সীমাবদ্ধতা

ন্যূনতম ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রীরা কেবলমাত্র এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের কোনও কলেজ, প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের তাঁরা যে শিক্ষার্থী সেই পারিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে আগে, তবেই মিলবে কার্ড।

অসুবিধা

১. সাধারণ ক্রেডিট কার্ডের তুলনায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে খরচের লিমিট অনেকটাই কম। 

২. কোনও কোনও ক্ষেত্রে আবার অনিশ্চয়তার কারণে এই ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সুদের হার অনেক বেশি হয়। 

৩. কিছু ক্ষেত্রে আবার হিডেন চার্জ থাকে, অল্প হলেও কিছু বার্ষিক ফিও দিতে হতে পারে। 

৪. লেট ফিও ধার্য করা হয় কিছু ক্ষেত্রে।

সুবিধা

১. সাধারণত ৫ বছর পর্যন্ত এই ক্রেডিট কার্ডের মেয়াদ উপভোগ করতে পারবেন। 

২. যদি এই কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে বিনামূল্যে কিংবা খুব সামান্য চার্জ দিয়ে ডুপ্লিকেট কার্ড পাওয়া যায়। 

৩. এতে কোনওরকম বার্ষিক ফি বা মেম্বারশিপ ফি হিসেবে টাকা দিতে হয় না। 

৪. সাধারণ ক্রেডিট কার্ডের তুলনায় এই কার্ডে আবেদনের জন্য অত ঝক্কি পোহাতে হয় না। কম পেপারওয়ার্কে কাজ কয়ে যায়। 

৫. ঠিকমতো ব্যবহার করে থাকলে ক্রেডিট স্কোরও বৃদ্ধি পেতে থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে