ভারতীয় রেল বিরাট নিয়োগ, দক্ষিণ পূর্ব শাখায় শূন্যপদ ১৭৮৫ টি, জেনে নিন কারা আবেদনযোগ্য

Published : Nov 18, 2025, 10:01 AM IST
Railway Recruitment Board

সংক্ষিপ্ত

ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখায় ১৭৮৫টি শূন্যপদে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা ফিটার, কার্পেন্টর, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। ফের হবে নিয়োগ। একের পর এক নিয়োগের খবর আসছে ভারতীয় রেলে। এবার রেলের দক্ষিণ পূর্ব শাখায় নিয়োগের খবর এল প্রকাশ্যে। ভারতীয় রেলের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় রেলের তরফে নিয়োগ হবে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস)। প্রশিক্ষণ চলবে রেলের দক্ষিণ পূর্ব শাখার খড়গপুর, আদ্রা, রাঁচি, চক্রধরপুর, বোকারো ডিভিশন এবং এর অধীনস্থ ওয়ার্কশপে।

শূন্যপদ

ভারতীয় রেলের তরফে নিয়োগ হবে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস)। প্রশিক্ষণ দেওয়া হবে রেলের দক্ষিণ পূর্ব শাখার জন্য। নিযুক্তদের ফিটার, কার্পেন্টর, টার্নার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, মেকানিস্ট, মেকানিক-সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুসারে অ্যাপ্রেন্টিসের নির্দিষ্ট অঙ্কের টাকা ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

বয়সের সীমা

ভারতীয় রেলের তরফে নিয়োগ হবে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস)। বিভিন্ন বিভাগের জন্য দেওয়া হবে প্রশিক্ষণ। এই কাজে আবেদনের জন্য বয়সের নির্দিষ্ট সীমা আছে। ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি

রেলের দক্ষিণ পূর্ব শাখায় নিয়োগ হবে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস)। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন ১৭ ডিসেম্বর। আবেদনমূল্য ১০০ টাকা। বাছাই প্রার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান মারফত যোগাযোগ করা হবে। এই বিষয় আরও তথ্য জেনে নিতে রেলের দক্ষিণ পূর্ব শাখার ওয়েবসাইটটি ভিজিট করুন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক