Job Vacancy: সরকারি চাকরির দারুণ সুযোগ, রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে কর্মী নিয়োগ

Published : May 24, 2025, 06:28 AM IST
up outsourcing nigam women job reservation widow divorcee benefits sarkari naukri

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। একাধিক পদে চলছে কর্মী নিয়োগ। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Government Job News: চাকরি খুঁজছেন, কিন্তু মন মতো চাকরি পাচ্ছেন না? সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার এই কোম্পানি বিভিন্ন পদে চলছে কর্মী নিয়োগ। অভিজ্ঞ পেশাদার কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে (Government Job News):-

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিম্নলিখিত পদগুলির জন্য তারা কর্মী নিয়োগ করবেন। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- সিনিয়র লেভেল স্তরের টিম মেম্বার, টিম লিড, হেড বা অন্যান্য পদে কর্মী নিয়োগ হবে। সংস্থায় নিযুক্তদের এইচআর, ওয়েসাইড অ্যামিনিটিজ, কনজিউমার রিটেলিং, ডিজিটাল বিজনেস, ব্র্যান্ড, পাবলিক রিলেশন্স, ইনফরমেশন সিস্টেম্‌স, ফিন্যান্স, লিগ্যাল, ভারত পেট্রোরিসোর্সেস লিমিটেড, কর্পোরেট স্ট্র্যাটেজি, কোম্পানি সেক্রেটারি, রিনিউয়েবেল্‌স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পেট্রোকেমিক্যাল্‌স, বায়োফুয়েল্‌স, নিউ প্রজেক্টস-রিফাইনারি এবং মেডিক্যাল বিভাগে কাজের সুযোগ মিলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনের পদ্ধতি (Government Job News):-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এছাড়াও আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে। যদিও ওই বিজ্ঞপ্ততিতে আবেদনকারীদের বয়সের সীমার কথা উল্লেখ নেই। মূল বিজ্ঞপ্তিতে পুরো বিষয়টি বিশদে জানানো হবে বলে নোটিস দেওয়া হয়েছে।

বেতন পরিকাঠামো (Government Job News):-

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, পদ অনুযায়ী, নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা থেকে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার কথা বিস্তারিত জানিয়ে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে বলে জানানো হয়েছে। তবে আগ্রহী প্রার্থীদের এর জন্য সংস্থার মূল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের জন্য আবেদন মূল্যের পরিমাণ ১১৮০ টাকা। আগামী ২০ জুন আবেদনের শেষ দিন। এরপর আবেদনপত্র স্ক্রিনিং, লিখিত/ কম্পিউটার নির্ভর পরীক্ষা, কেস বেজড ডিসকাশন, গ্রুপ টাস্ক, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার আপনার শহরেই মিলবে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ পাবেন প্রার্থীরা। মন্ত্রক অধীনন্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে থাকতে হবে কয়টি যোগ্যতা। জেনে নিন বিস্তারিত।

মন্ত্রক অধীনন্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে হবে নিয়োগ। এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। এই পদে আবেদন করতে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেক্রেটারি কিংবা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই দুই পদে পূর্বে সরকারি দফতরে কাজ করেছেন যারা তারা আবেদন করতে পারেন। এই পদের জন্য। এই পদে কাজের মেয়াদ ১ বছর।

তেমনই অভিজ্ঞ ব্যক্তি নিযুক্ত করা হবে। মন্ত্রক অধীনন্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে হবে নিয়োগ। আপনার বয়স ৬৫ বছরের মধ্যে থাকলে তবেই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

পারিশ্রমিক (Salary Scheme):-

মন্ত্রক অধীনন্থ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে হবে নিয়োগ। নিযুক্ত করা হবে ১ জনকে। অর্থাৎ শূন্যপদ মাত্র একটি। আপনার বয়স ৬৫ বছরের মধ্যে থাকলে তবেই আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নিয়মানুসারে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। তবে, বাড়ি ভাড়া বাবদ কোনও ভাতা পাবেন না কর্মীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক