
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি। কর্মী নিয়োগ করবে বৃহৎ সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডে (BHEL) তরফে। নিয়োগ হবে গ্রেড IV পদে। মাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন।
শূন্যপদ
কর্মী নিয়োগ করবে বৃহৎ সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডে (BHEL) তরফে। নিয়োগ হবে গ্রেড IV পদে। মোট শূন্যপদ আছে ৫১৫টি। বিভিন্ন ট্রেডে আলাদা আলাদা করে হবে নিয়োগ। যেমন ফিটার ট্রেডে ১৭৬ টি, ওয়েল্ডার ট্রেডে ৯৭টি টার্নার ট্রেডে ৫১টি, মেশিনেস্ট ট্রেডে ১০৪টি শূন্যপদ আছে।
যোগ্যতা
মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। নিয়োগ হবে গ্রেড IV পদে। প্রায় ৫১৫ জন কর্মী নেবে সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড (BHEL)। এই পদে আবেদন করতে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এসসি ও এসটি-দের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলেই হবে। পাশাপাশি আইটিআই কোর্স করে থাকলে এবং সংশ্লিষ্ট ট্রেডে এনটিসি এবং এনএসি থাকতে হবে।
বেতন কাঠামো
প্রায় ৫১৫ জন কর্মী নেবে সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড (BHEL)। এই পদে চাকরি পেলে মাসে বেতন হবে ২৯,৫০০ থেকে ৬৫ হাজার টাকা। পাশাপাশি যুক্ত থাকবে অন্যান্য ভাতা।
বয়সের সীমা
মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড (BHEL)-এ। এই পজে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৭ বছর। কিন্তু সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর বয়সের ছাড় থাকবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টাভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।
আবেদন পদ্ধতি
সরকারি সংস্থা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড (BHEL)-এ অফিসিয়াল পোর্টালে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। ১৬ জুলাই থেকে আবেদন শুরু করুন।