SSC-তে বড় নিয়োগ! রয়েছে হাজার হাজার শূন্যপদ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন

Published : Jul 17, 2024, 09:06 AM IST
GSEB SSC, HSC Supplementary Exam Timetable 2024

সংক্ষিপ্ত

SSC-তে বড় নিয়োগ! রয়েছে হাজার হাজার শূন্যপদ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন

এসএসসির মাধ্যমে বড় নিয়োগ! কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রাকশ পেয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। দশম পাশ থেকে আবেদন করা যাবে এই নিয়োগের জন্য।

সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক হবে এই পরীক্ষা।চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর আর দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বরে এই পরীক্ষা নেওয়া হবে।

বিভিন্ন শহরে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য সুবিধামতো তিনটি কেন্দ্র বাছাই করতে পারবেন পরীক্ষার্থীরা।

কতগুলি শূন্যপদ রয়েছে?

যারা স্নাতক স্তরের জন্য আবেদন করবেন তাদের জন্য মোট ১৭৭২৭টি শঊন্যপদ রয়েছে। এই আবেদনের জন্য বয়সসীমা হল ২০ থেকে ৩২ বছর।

আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই। দশম শ্রেনী পাশ করে যারা আবেদন করবেন তাদের জন্য ৮৩২৬টি শূন্যপদ রয়েছে। এদের ক্ষেত্রে বয়সীমা ১৮ থেকে ২৪ বছর। আগামী ২৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে তফশিলি ও অনগ্রসর শ্রেনীরা বয়সে ছাড় পাবেন। এই পদে আবেদনের জন্য এসএএসসির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনেই সম্পন্ন হবে আবেদব প্রক্রিয়া। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি-১০০ টাকা। বিশদে জানতে https://www.ssc.gov.in যেতে হবে।

PREV
click me!

Recommended Stories

ভারতীয় রেলে একাধিক পদে নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, রইল বিস্তারিত
জানেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এবং এর দৈর্ঘ্য কত?