স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ! মাইনে হতে পারে ৪৫ লক্ষ, ঝটপট আবেদন করে ফেলুন

Published : Jul 05, 2024, 09:55 AM ISTUpdated : Jul 05, 2024, 10:06 AM IST
Job hike .jpg

সংক্ষিপ্ত

স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ! মাইনে হতে পারে ৪৫ লক্ষ, ঝটপট আবেদন করে ফেলুন

স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ। ডেপুটি ম্যানেজার-সহ আরও তিনটি পদের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। নির্বাচিত প্রার্থীরা প্রায় ৪৫ লক্ষ টাকা করে বেতন পাবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া।

ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে। তবে নির্বাচিত প্রার্থীদের মুম্বইতে পোস্টিং করা হবে বলে জানা গিয়েছে।

আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে এসবিআইয়ের ওয়েবসাইট থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। মোট ১৬টি শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ২ জন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন নেওয়া হবে।

এই নিয়োগের মাধ্যমে স্টেট ব্যাঙ্কে ১৬টি পদে নিয়োগ করা হবে। অন্যদিকে ম্যানেজার পদে ৪ জন এবং সবশেষে ডেপুটি ম্যানেজার পদে ৭ জনকে নেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

যাদের বি.ই এবং বি টেক করা রয়েছে তারা আইটি ,কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশনে আবেদন করতে পারবেন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য ৩৮ থেকে ৫০ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন ৩৩ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা। ২৮ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন। আর ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন বয়স  ২৫ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা।

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য