
পুজোর আগে এল দারুণ খবর। এবার নিয়োগ হবে হাসপাতালে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ হবে কর্মী নিয়োগ। কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। সম্প্রতি এই মর্মে বেসিল-র ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালের একটি বিভাগে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউ-র মাধ্যমে যাচাই করা হবে। তাদের আগে থেকে আবেদন জানাতে হবে না। জানা গিয়েছে, এমনটাই।
শূন্যপদ
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ হবে কর্মী নিয়োগ। সেখানে শূন্যপদ আছে ২টি। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫ হাজার টাকা। নিয়োগ হবে রেডিয়োথেরাপি টেকনিশিয়ান পদে।
বয়সের সীমা
শীঘ্রই রেডিয়োথেরাপি টেকনিশিয়ান পদে হবে নিয়োগ। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য নির্দিষ্ট বয়সের সীমা কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
যোগ্যতা
সদ্য প্রকাশ্যে এসেছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবার রেডিয়োথেরাপি টেকনিশিয়ান পদে হবে নিয়োগ। কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ মিলবে কাজের সুযোগ। এই পদে আবেদন করতে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিওথেরাপি টেকনোলজিতে বিএসসি থাকতে হবে। প্রয়োজন ২ বছরের পেশাগত অভিজ্ঞতার। তেমনই যাদের সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ও তিন বছরের পেশাগত অভিজ্ঞতা আছে, তারাও আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
আগামী ৬ অক্টোবর হাসপাতালের নিউটাউন ক্যাম্পাসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। ওই দিন বিজ্ঞপ্তি অনুসারে, ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকি সকলের প্রয়োজন ২৯৫ টাকার ডিমান্ড ড্রাফটও। এই বিষয় বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। এবার নিয়োগ হবে নিউটাউনের চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটে।