ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ, জেনে নিন কীভাবে আবেদন করবেন

সংক্ষিপ্ত

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)-এ ৫০টি শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল। বিস্তারিত তথ্য জেনে নিন।

ফের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগ হব রাষ্ট্রায়ত্ত সংস্থায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স লিমিটেড (ইআইএল)-এ কাজের সুযোগ মিলবে শীঘ্রই। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, পোস্টিং হবে দেশ এবং বিদেশের বিভিন্ন অঞ্চলে।

শূন্যপদ

Latest Videos

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স লিমিটেড (ইআইএল)-এ শীঘ্রই হবে নিয়োগ। মোট শূন্যপদ ৫০টি। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। কর্মস্থল হবে দেশের বিভিন্ন শহর বা বিদেশের কোনও শহরের সংস্থার অফিসে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের স্থায়ী ভাবে সংস্থায় নিয়োদ করে হবে।

বয়সের সীমা

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স লিমিটেড (ইআইএল)-এ ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ৫০টি। প্রশিক্ষণ চলবে এক বছর। এই পদে নিয়োগের জন্য নির্দিষ্ট বয়সের সীমা আছে। ২৫ বছরের মধ্যে হতে হবে বয়স। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

বৃত্তি

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স লিমিটেড (ইআইএল)-এ ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে হবে নিয়োগ। এই পদে নিযুক্তদের দেওয়া হবে বৃত্তি। প্রশিক্ষণকালে নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ৬০ হাজার। অন্যান্য খাতে ১৫ হাজার টাকা দেওয়া হবে।

যোগ্যতা

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স লিমিটেড (ইআইএল)-এ ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে আবেদন করতে থাকতে হবে নির্দিষ্ট যোগ্যতা। আবেদনকারীদের কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং ইলেক্ট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)-এ নূন্যতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি তাদের চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-এ উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স লিমিটেড (ইআইএল)-এ ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে আবেদন করতে পারেন অনলাইনে। ৭ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এর পরবর্তী ধাপে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। এই পদে আবেদনে আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন।

 

Share this article
click me!

Latest Videos

Rajeev Chandrashekar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও
Canning News: পাওনাদারদের গালিগালাজ, হাতে নেই চাকরি! মানসিক চাপে চরম পদক্ষেপ শিক্ষিকার