NEETতে কামাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, ৬০০র বেশি নম্বর পেয়েছে ২০ জন

Published : Jun 07, 2024, 10:38 AM IST
Great success in NEET Narendrapur Ramakrishna Mission 3 got more than 700 marks bsm

সংক্ষিপ্ত

মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে নরেন্দ্রপুরের ৬ জন পরীক্ষার্থী ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নাম ছিল ১০ জনের। তারই সঙ্গে তাল মিলিয়ে NEET-UG-তে সাফল্য পেল ছাত্ররা। 

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার মতই সর্বভারতীয় স্তরেও বড় সাফল্য পেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ৭২০ নম্বরের মধ্যে ৭০০র বেশি নম্বর পেয়েছেন ৩ জন পড়ুয়ার। আর ৬০০র ওপরে পেয়েছেন ২০ জন। বাংলার মুখ সর্বভারতীয় শিক্ষা ক্ষেত্রে আবারও উজ্জ্বল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে নরেন্দ্রপুরের ৬ জন পরীক্ষার্থী ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নাম ছিল ১০ জনের। তারই সঙ্গে তাল মিলিয়ে NEET-UG-তে সাফল্য পেল ছাত্ররা।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাফল্য-

এক নজরে দেখে নিন NEET-UG পরীক্ষায় যারা ৬০০-র ওপর নম্বর পেয়েছেঃ

১) বিবশ্বন দাস দাস, প্রাপ্ত নম্বর ৭০৫

২) সার্থক মণ্ডল, প্রাপ্ত নম্বর ৭০৫

৩) বিতান রায়, প্রাপ্ত নম্বর ৭০০

৪) পথিকৃৎ পাত্র, প্রাপ্ত নম্বর ৬৯১

৫) আয়ুষ্মান সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৬

৬) সৌম্যজিৎ দাস, প্রাপ্ত নম্বর ৬৮২

৭) সৌমিক পাল, প্রাপ্ত নম্বর ৬৮১

৮) নীল প্রধান, প্রাপ্ত নম্বর ৬৮০

৯) অনিব্রত সামন্ত, প্রাপ্ত নম্বর ৬৮০

১০) ইন্দ্রনাথ দে, প্রাপ্ত নম্বর ৬৭৮

১১) সৌম্যরাজ দাস, প্রাপ্ত নম্বর ৬৬০

১২) সোহম মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৫০

১৩) অভ্র চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৫০

১৪) অর্ক সাহা, প্রাপ্ত নম্বর ৬৪১

১৫) সুবর্ণ ময়রা, প্রাপ্ত নম্বর ৬৩৫

১৬) অর্ণব গড়াই, প্রাপ্ত নম্বর ৬২৭

১৭) দেবব্রত ভুঁইয়া, প্রাপ্ত নম্বর ৬২৫

১৮) অর্কপ্রভ মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬২৩

১৯) অর্ণব রায়, প্রাপ্ত নম্বর ৬২০

২০) সাগ্নিক তুঙ্গা, প্রাপ্ত নম্বর ৬২০

দক্ষিণ ২৪ পরগনার প্রতাপগড়ে বিডিএম ইন্টারন্যাশানাল স্কুলের রেজাল্টও দুর্দান্ত হয়েছে। এই স্কুলেরও পাঁচ জন ৬০০র ওপর নম্বর পেয়েছে। তবে অস্মিতা দেবনাথ ৭২০তে ৭২০ নম্বর পেয়েছে। তালিকায় রয়েছে ৬৯০ পাওয়া শিফা আলি, ৬৭৩ পাওয়া বিজিত মইশের নাম। অভিষেক পণ্ডা পেয়েছেন ৬৪৫ , সম্বিতি পাল পেয়েছেন ৬৩৪ নম্বর।

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য