রাজ্য সরকার, কেন্দ্রী. সরকার এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে।
210
এই স্করাশিপের প্রধান উদ্দেশ্য যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র অর্থনৈতিক পরিকাঠামোগত অবস্থার অনুন্নত হওয়ার কারণে পড়তে পারছে না, তাদের সাহায্য করা।
অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে Buddy4study ওয়েব সাইটে যান। সেখানে ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। এখানে দেখতে পাবেন HDFC Scholarship 2025 পোগ্রাম। স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাই করে দিন।
910
যে সকল ছাত্র ছাত্রীরা BA, BSC, B Com ডিগ্রি কোর্স পড়াশোনা করছেন তাদের ৩০,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হবে।
1010
যে সকল ছাত্র ছাত্রীরা BTech, MBBS, ব্যাচেলার্স অফ আর্কিটেকচার, নার্সিং পড়ছেন তাদের ৫০,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হবে।