পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, স্কলারশিপ মিলবে ৫০,০০০ টাকা

Published : Feb 17, 2025, 04:13 PM IST

এবার পড়াশোনার জন্য মিলবে ৫০,০০০ টাকা, স্কলারশিপ দেবে HDFC। জেনে নিন আবেদন করতা পারবেন কারা। 

PREV
110

রাজ্য সরকার, কেন্দ্রী. সরকার এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে।

210

এই স্করাশিপের প্রধান উদ্দেশ্য যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র অর্থনৈতিক পরিকাঠামোগত অবস্থার অনুন্নত হওয়ার কারণে পড়তে পারছে না, তাদের সাহায্য করা।

310

এবার পড়াশোনার জন্য মিলবে ৫০,০০০ টাকা, স্কলারশিপ দেবে HDFC। জেনে নিন আবেদন করতা পারবেন কারা।

410

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল HDFC। HDFC Scholarship 2025 আবেদন করুন এখনই। মিলবে ৫০০০০ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ। জেনে নিন কারা আবেদন করতে পারবেন।

510

HDFC Scholarship 2025 এ আবেদন করতে শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হবে।

610

তেমনই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে রেগুলার পড়াশোনা করতে হবে। আগের পরীক্ষায় সাপ্লি বা ফেল করলে মিলবে না HDFC Scholarship 2025।

710

পড়ুয়ার পাসপোর্ট সাইজ ছবি, পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কে পাস বইয়ের জেরক্স লাগবে HDFC Scholarship 2025 আবেদন করতে।

810

অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে Buddy4study ওয়েব সাইটে যান। সেখানে ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। এখানে দেখতে পাবেন HDFC Scholarship 2025 পোগ্রাম। স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাই করে দিন।

910

যে সকল ছাত্র ছাত্রীরা BA, BSC, B Com ডিগ্রি কোর্স পড়াশোনা করছেন তাদের ৩০,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হবে।

1010

যে সকল ছাত্র ছাত্রীরা BTech, MBBS, ব্যাচেলার্স অফ আর্কিটেকচার, নার্সিং পড়ছেন তাদের ৫০,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হবে।

click me!

Recommended Stories