কন্সটেবল পদে বিপুল নিয়োগ! আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা, জেনে নিন বিশদে

কন্সটেবল পদে বিপুল নিয়োগ! আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা, জেনে নিন বিশদে

Anulekha Kar | Published : Aug 19, 2024 7:11 PM IST

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন (এইচএসএসসি) ১৫ আগস্ট ৫,৬০০ কনস্টেবল শূন্যপদের জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিয়োগ।

গ্রুপ সি পদের জন্য কমন এলিজিবিলিটি টেস্টে (সিইটি) উত্তীর্ণ প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, hssc.gov.in থেকে আবেদন করতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

Latest Videos

শূন্যপদের সংখ্যা: ৫,৬০০ টি বিজ্ঞাপিত শূন্যপদে তিনটি বিভাগ রয়েছে। বিভাগ ১ (পুরুষ কনস্টেবল,: ৪,০০০ শূন্যপদ

ক্যাটাগরি ২ (মহিলা কনস্টেবল, জেনারেল ডিউটি): ৬০০ শূন্যপদ

ক্যাটাগরি ৩ (পুরুষ কনস্টেবল, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন): ১০০০ শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা:

কনস্টেবল শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। তাদের অবশ্যই দশম শ্রেণির পরীক্ষায় হিন্দি বা সংস্কৃত বিষয় হিসাবে উত্তীর্ণ হতে হবে

বয়সসীমা: ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রার্থীদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনে প্রথমে শারীরিক পরীক্ষা হবে এরপর স্ক্রিনিং পরীক্ষার পরে, নিয়োগ হবে।

এরপর একটি এমসিকিউ পরীক্ষা হবে।

নিয়োগের জন্য সাধারণ বিভাগের প্রার্থীকে অবশ্যই পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে তা ৪০ শতাংশ পেলেই চলবে।

HSSC কনস্টেবল নিয়োগ ২০২৪ সম্পর্কে আরও তথ্যের জন্য, প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Share this article
click me!

Latest Videos

ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today