সেনাবাহিনীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি! আবেদনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি, দ্রুত আবেদন করুন

Published : Jan 21, 2025, 10:03 AM ISTUpdated : Jan 21, 2025, 10:13 AM IST
indian army day 2025

সংক্ষিপ্ত

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী অবিবাহিত পুরুষ ও মহিলারা ৫ ফেব্রুয়ারী ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন।

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি। আগ্রহী প্রাথীরা আবেদন করতে পারেন। তবে এই নিয়োগে অবিবাহিত পুরুষ ও মহিলারা ইঞ্জিনিয়ারিং গ্রেজুয়েটস থেকে লিড সার্ভিস কমিয়েশন (এসএসসি) আবেদন করতে পারবেন। জেনে নিন আবেদন করার গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫। এর আগেই আপনার আবেদন পত্র পৌঁছে যাওয়া প্রয়োজন। এই নিয়োগে ভরতি অভিযানের উদ্দেশ্য মোট ৩৮১-টি শূণ্যপদ পূরণ করা হবে।আবেদন করার পক্রিয়া চলছে প্রয়োজনে দ্রুত আবেদন করুন।

নিয়োগের জন্য যোগ্যতা-

আবেদন করবেন যারা তাদের ​​কোনও স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং অর্জন করতে হবে বা তার ফাইনাল ইয়ার হবে।

বেতন-

এই শূণ্যপদে নিয়োগ হলে মিলবে ৫৬,১০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত বেতন মিলবে।

বয়সসীমা-

ভারতীয় সেনাবাহিনীর এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

ন্যূনতম যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বা শেষ বর্ষে থাকতে হবে।

ভারতীয় সেনাবাহিনীতে যেসব পদ পূরণ করা হবে

১) পুরুষদের জন্য-

সিভিল: ৭৫টি পদ

কম্পিউটার বিজ্ঞান: ৬০টি পদ

ইলেকট্রিক্যাল: ৩৩টি পদ

ইলেকট্রনিক্স: ৬৪টি পদ

মেকানিক্যাল: ১০১টি পদ

বিবিধ প্রকৌশল ধারা: ১৭

 

২) মহিলাদের জন্য

সিভিল: ৭টি পদ

কম্পিউটার বিজ্ঞান: ৪টি পদ

ইলেকট্রিক্যাল: ৩টি পদ

ইলেকট্রনিক্স: ৬টি পদ

মেকানিক্যাল: ৯টি পদ

প্রতিরক্ষা কর্মীদের বিধবা স্ত্রীদের জন্য-

এসএসসিডব্লিউ (কারিগরি): ১টি পদ

এসএসসিডব্লিউ (নন-টেকনিক্যাল): ১টি পদ

 

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য