ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরির সুবর্ণ সুযোগ! হাতে সময় খুব কম, আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন

Published : Feb 23, 2025, 09:37 AM IST
Indian oil quarter results

সংক্ষিপ্ত

IOCL জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেনডেন্ট এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ibpsonline.ibps.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

IOCL Junior Operator Application: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। এই নিয়োগের অধীনে জুনিয়র অপারেটর সহ বহু শূন্যপদে নিয়োগের উদ্ধৃতির বিষয় প্রকাশ করেছিল। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৩ ফেব্রুয়ারি। তবে সংস্থার তরফ থেকে আগ্রহী প্রার্থীদের আরও কিছুটা আবেদনের জন্য সময় দিতে এই আবেদনের সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে প্রার্থীরা দ্রুত আবেদন করুন।

এই নিয়োগে জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেনডেন্ট এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে। তাই প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in-এ গিয়ে আবেদনের ফর্মটি পূরণ করে এই সুযোগ কাজে লাগান।

নিয়োগের প্রক্রিয়া-

IOCL নিয়োগ ২০২৫-এর জন্য পরিচালিত কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর এক নম্বরের হবে এবং উত্তর দেওয়ার জন্য ২ ঘন্টার সময় দেওয়া হবে।

নিয়োগের বয়সসীমা-

আইওসিএল নিয়োগ ২০২৫-এর জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৬ বছর নির্ধারণ করা হয়েছে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

শূন্যপদের বিবরণ-

এই নিয়োগ অভিযানের আওতায়, IOCL মোট ২৪৬টি পদের জন্য নিয়োগের ঘোষণা করেছে। যার মধ্যে জুনিয়র অপারেটর/গ্রেড-১ এর ২১৫টি পদ,

জুনিয়র অ্যাটেনডেন্টের ২৩টি পদ এবং

জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩ এর ৮টি পদ।

নির্বাচন প্রক্রিয়া

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) পদের উপর নির্ভর করে লেখা/দক্ষতা/শারীরিক পরীক্ষা (SPPT) অথবা কম্পিউটার দক্ষতা পরীক্ষা (CPT) হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস হতে হবে। এছাড়াও ইলেকট্রনিক্স মেকানিক/ইন্সট্রুমেন্ট মেকানিক/ইন্সট্রুমেন্ট মেকানিক (রাসায়নিক প্ল্যান্ট), ইলেকট্রিশিয়ান/মেকানিস্ট/ফিটার/মেকানিক-কাম-অপারেটর/ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম/ওয়্যারম্যান/মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স/ইনফরমেশন টেকনোলজি এবং ইএসএম ইত্যাদি বিষয়ে আইটিআই পাস হতে হবে।

এছাড়াও, প্রার্থীদের অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে, জুনিয়র অ্যাটেনডেন্ট পদের জন্য যোগ্যতা দ্বাদশ পাস এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩ এর জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন।

নিয়োগের বেতন-

জুনিয়র অপারেটর এবং জুনিয়র অ্যাটেনডেন্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন পাবেন ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত। জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য