
বছর শেষে দারুণ খবর। এবার নিয়োগ হবে ইনফোসিসে-র মতো সংস্থায়। তথ্য প্রযুক্তির অন্যতম বড় সংস্থা হল ইনফোসিস। সেখানে ফ্রেশার নিয়োগ করবে সংস্থা। সংস্থাটি ২০২৫ সালের স্নাতকদের জন্য অফ ক্যাম্পাস নিয়োগ শুরু করতে চলেছে। এবছর বেতন কাঠামোতে এসেছে বড় পরিবর্তন। ফ্রেশারদের সর্বোচ্চ বার্ষিক বেতন হবে ২১ টাকা পর্যন্ত।
শূন্যপদ
ইনফোসিসে মেগা সুযোগ, নিয়োগ হবে ফ্রেশার, দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ। জানা যাচ্ছে স্পেশালিস্ট প্রোগ্রামার (এল ১ থেকে এল ৩) এবং ডিজিটাল স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার (ট্রেনি) পদে হবে নিয়োগ। জানা গিয়েছে, সংস্থাটি এআই-ফার্স্ট কৌশলের ওপর জোর দিচ্ছে। সে কারণে একদিকে বর্তমান কর্মীদের আপস্কিলিং, অন্যগিকে গভীর দক্ষতাসম্পন্ন প্রতিভা নিয়োগ জরুরি হয়ে গিয়েছে।
বেতন
জানা যাচ্ছে, স্পেশালিস্ট প্রোগ্রামার এল ৩ (ট্রেনি)- বার্ষিক ২১ লক্ষ টাকা
স্পেশালিস্ট প্রোগ্রামার এল ২ (ট্রেনি)- বার্ষিক ১৬ লক্ষ টাকা
স্পেশালিস্ট প্রোগ্রামার এল ১ (ট্রেনি)- বার্ষিক ১১ লক্ষ টাকা
ডিজিটাল স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার (ট্রেনি)- বার্ষিক ৭ লক্ষ টাকা বেতন দেবে।
যোগ্যতা
ইনফোসিসে মেগা সুযোগ, নিয়োগ হবে ফ্রেশার। একাধিক পদে নিয়োগ করবে এই সংস্থা। এই নিয়োগ প্রক্রিয়ায় মূলত ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। BE, BTech, ME, MTech, MCA করা থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ECE এবং EEE-র ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। কিংবা সংস্থায় গিয়ে খবরও নিতে পারেন। শীঘ্রই হবে নিয়োগ। আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। এবার শুরু হল অফ ক্যাম্পাস নিয়োগ। স্পেশালিস্ট প্রোগ্রামার (এল ১ থেকে এল ৩) এবং ডিজিটাল স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার (ট্রেনি) পদে হবে নিয়োগ। নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করা সম্ভব। মূলত ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটরা আবেদন করুন।