
পুজোর মরশুমে দারুণ খবর। এবার মিলবে কাজের সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হবে শিক্ষক নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, একটি বিভাগে হবে নিয়োগ। শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউ-র মাধ্যমে।
শূন্যপদ
বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগে হবে নিয়োগ। নিয়োগ হবে অতিথি শিক্ষক বা গেস্ট ফ্যাকাল্টি পদে। তবে, ঠিক কটি শূন্যপদ আছে তা এখনও জানানো হয়নি।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের স্নাতকোত্তরের বিভাগের ক্লাস নিতে হবে। পড়াতে হবে মাস মিডিয়া অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া এবং প্রিন্টিং মিডিয়া- রিপোর্টিং অ্যান্ড এডিটিং-র মতো বিষয়। প্রতি ঘন্টার ক্লাসে নিযুক্তদের ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
যোগ্যতা
এবার বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগে হবে নিয়োগ। নিয়োগ হবে অতিথি শিক্ষক বা গেস্ট ফ্যাকাল্টি পদে। এই পদে আবেদন করতে হলে স্নাতকোত্তর হতে হবে। জার্নালিজ অ্যান্ড মাস কমিউনিকেশন বা সম্পর্কিত বিষয় স্নাতকোত্তর হলে আবেদন করতে পারবেন। পিএইচডি অথবা নেট বা সেটের মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সের সীমা
পুজোর মরশুমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। নিয়োগ হবে অতিথি শিক্ষক বা গেস্ট ফ্যাকাল্টি পদে। আবেদকারীদের জন্য কোনও বয়সসীমার উল্লেখ করা হয়নি। তবে, জার্নালিজ অ্যান্ড মাস কমিউনিকেশন বা সম্পর্কিত বিষয় স্নাতকোত্তর হলে আবেদন করতে পারবেন। পিএইচডি অথবা নেট বা সেট পাশ করলে আবেদন করতে পারেন।
নিয়োগ
ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। আগামী ১৭ অক্টোবর সকাল ১১টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এবিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখে নিন। সেখানে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বিস্তারিত জানতে পারবেন প্রার্থীরা।