Jio-তে চাকরির দারুণ সুযোগ, ১০ লক্ষ প্রার্থীকে কর্মসংস্থান দেবে সংস্থা, কীভাবে করবেন আবেদন!

পুজোর আগেই ধামাকা খবর নিয়ে আসে জিও। এবছর দুর্গাপূজার আগে প্রায় ১০ লক্ষ কর্মী নিয়োগ (Vacancy in Jio) করতে চলেছে জিও। তার মধ্যে ২.৫ লক্ষ কর্মী নেওয়া হবে চুক্তিভিত্তিতে।

Parna Sengupta | Published : Aug 17, 2024 4:31 AM IST

সামনেই দুর্গাপুজো। আর পুজোর আগে থেকেই কেনাকাটার বাড়বাড়ন্ত শুরু হয়ে যায়। যার ফলে সমস্ত ই-কমার্স সেক্টরে লোকবলের প্রয়োজন হয়। তাই প্যাকেজিং, ডেলিভারি, গুদামঘর ইত্যাদি বিভিন্ন জায়গায় Jio প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ (Recruit in Jio) করতে চলেছে। আর এই সেক্টরে Jio নামটি কমবেশি সকলের সঙ্গেই পরিচিত। যদিও জুলাই মাসে জিও তার ট্যারিফ বাড়িয়ে গ্রাহকদের চরম অসুবিধায় ফেলে দেয়।

অপরদিকে পুজোর আগেই ধামাকা খবর নিয়ে আসে জিও। এবছর দুর্গাপূজার আগে প্রায় ১০ লক্ষ কর্মী নিয়োগ (Vacancy in Jio) করতে চলেছে জিও। তার মধ্যে ২.৫ লক্ষ কর্মী নেওয়া হবে চুক্তিভিত্তিতে। কি কি পদে নিয়োগ করা হবে জানুন এই প্রতিবেদনে।

Latest Videos

কাস্টমার কেয়ার এক্সিকিউটিভস

যেহেতু পুজা আসছে তাই অনলাইনে কেনাকাটার পরিমাণও বেড়ে চলেছে। অনলাইনে কেনাকাটার সাথে সাথে বাড়ছে অভিযোগের সংখ্যা, রিটার্নের সংখ্যা এবং নানা ধরনের প্রশ্নের সংখ্যা। আর এই সমস্ত অভিযোগ, রিটার্ন ইত্যাদি সংক্রান্ত বিষয় তদারকি করার জন্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কর্মী নিয়োগ করা হবে।

বর্তমানে অফলাইনের চেয়ে মানুষজন অনলাইনে বেশি কেনাকাটা করে। যেহেতু অনলাইনে পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, তাই জন্য প্রচুর পরিমাণে ডেলিভারি পার্টনারের প্রয়োজন হয়। আর পুজোর আগে যেহেতু অনলাইনে বিপুল পরিমাণ কেনাকাটা শুরু হয়, সেই জন্য পুজোর আগে ডেলিভারি পার্টনার হিসেবে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ (Recruit in Jio) করতে চলেছে।

গুণমান নিয়ন্ত্রণ কর্মী

যেকোনো পণ্য ডেলিভারির আগে তার গুণগত মান অবশ্যই পরীক্ষা-নিক্ষা করে দেখতে হয়। এক্ষেত্রে কর্মীর প্রয়োজন হয়।

অর্ডার সাপ্লাইয়ে ফ্রেশার

এক্ষেত্রে অর্ডার প্রসেসিং এবং সাপ্লাই জেনার জন্য একদম নতুনদের নিয়োগ করা হবে। যে সমস্ত যুবকেরা কাজ খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুন সুযোগ।

প্যাকেজিং এবং লেবেলিং স্টাফ

পণ্য অর্ডার করার পর সেগুলিকে ভালোভাবে প্যাকেজিং করে লেবেল লাগিয়ে তারপরেই ছাড়া হয়। আর এই প্যাকেজিং এবং লেবেলিং-এ বেশ অনেক সংখ্যক লোকেরই প্রয়োজন হয়।

ওয়ারহাউস ওয়ার্কার

পণ্য মজুদ রাখার জন্য ওয়ারহাউস, গুদামঘর ইত্যাদি ব্যবহার করা হয়। আর সেখানে পণ্য ঠিকঠাক রাখা, ডেলিভারির জন্য পণ্য বের করা ইত্যাদি বিভিন্ন কাজের জন্য প্রচুর পরিমাণ লোকবলের প্রয়োজন।

এখনও পর্যন্ত নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানা যায়নি। তবে খুব শীঘ্রই কিভাবে আবেদন করতে হবে, কি প্রক্রিয়ায় নিয়োগ করা হবে সমস্ত কিছু বিস্তারিত জানা যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |