কলেজে চাকরিতে সুবর্ণ সুযোগ, বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ে চলছে প্রচুর শূন্য পদে অধ্যাপক নিয়োগ

Published : Nov 02, 2025, 09:48 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

Job Vacancy: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ রয়েছে বিদ্য়াসাগর বিশ্ববিদ্যালয়ে। কারা করতে পারবেন আবেদন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job Vacancy: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। যারা অধ্যাপনা করতে পছন্দ করেন তাদের জন্য শিক্ষকতার সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ে চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে। এই জন্য বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিশ্ব বিদ্যালয়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিশদ তথ্য মিলবে বিশ্ব বিদ্যালয়ের ওয়েব সাইটে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

জানা গিয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চুক্তি ভিত্তিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। তবে সংশ্লিষ্ট পোস্টের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই বেতন ও মোট শূন্য পদের সংখ্যা। নিযুক্তদের পপুলেশন, হেলথ্‌ এবং ডেভেলপমেন্টের মতো বিষয় পড়াতে হবে বলে জানানো হয়েছে। তবে উল্লিখিত বিষয়গুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পপুলেশন স্টাডিজ, ভূগোল, জনস্বাস্থ্য, ডেমোগ্রাফি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিদ্যা, অর্থনীতি, ইতিহাস, মানবীবিদ্যা, পাবলিক পলিসি বা সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবেয তবেই মিলবে আবেদনের সুযোগ।

আবেদনের শেষ তারিখ:-

পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ে চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগ পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর। অনলাইনেই সমস্ত ডকুমেন্টস সহ আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে মূল ওয়েব সাইটে।

অন্যদিকে, মাসের শুরুতেই সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। এবার কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীরা জানাতে পারবেন আবেদন। অনলাইনে আবেদন গ্রহনের শেষ তারিখ ১৪ নভেম্বর। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। জানা গিয়েছে, কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য ই-২ গ্রেডের ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। 

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৪০। নিযুক্তেরা সংস্থার ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল বিভাগে কাজ করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম ছয়মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের পোস্টিং হবে দেশের বিভিন্ন রাজ্যে। এছাড়াও মিলবে সমস্ত সুযোগ সুবিধা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক