
Government Job News: দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না? আপনমার জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। দামোদর ভ্যালি কর্পোরেশনে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। জানা গিয়েছে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করবে এই সংস্থা। প্রথমে একবছরের চুক্তিতে কর্মী নিয়োগ করলেও পরে অভিজ্ঞতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে:-
জানা গিয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। তবে এই পদের জন্য চাকরিতে আবেদন জানাতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে জানাবেন আবেদন?
এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের ডিভিসি-র ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে। এর জন্য হোমপেজ থেকে 'কেরিয়ার' অপশনে গিয়ে তাতে যাবতীয় তথ্য দিয়ে অনলাইনেই আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ অগাস্ট। এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য সংস্থার ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে প্রার্থীদের।
অন্যদিকে, চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। ব্যাঙ্ক অফ বরোদা ১২৫টি শূন্যপদে এবার ম্যানেজার নিয়োগের (Bank of Baroda Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এমনকি এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। জানিয়ে রাখি, এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক সহ MBA/PGDM ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি ডেটা সায়েন্স / অ্যানালাইটিক্স / ফিনান্স / অ্যাকাউন্টিং-এ মাস্টারস ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা থাকতে হবে। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই থেকে এবং আবেদন চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।