Job News: লিখিত পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি! শুরুতেই ৩০ হাজার টাকা বেতন? কিভাবে অ্যাপ্লাই করবেন ডাক বিভাগে?

Published : Mar 16, 2025, 09:59 AM IST
Job News

সংক্ষিপ্ত

বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ (Recruitment) করা হবে প্রার্থীদের। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই নিয়োগ (Recruitment) হবে।

দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। নিয়োগ নিয়ে সুখবর নিয়ে আসল ভারতীয় ডাক বিভাগ। কী যোগ্যতা প্রয়োজন ও কীভাবে আবেদন করবেন তার সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।

বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ (Recruitment) করা হবে প্রার্থীদের। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই নিয়োগ (Recruitment) হবে। কাজের দক্ষতার উপর ভিত্তি করে পরবর্তীকালে বৃদ্ধি করা হতে পারে চুক্তির মেয়াদ। ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

মোট শূন্য পদের সংখ্যা : ৫১টি শূন্য পদে হবে নিয়োগ।

পদের নাম : ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সার্কল ভিত্তিক এক্সিকিউটিভ নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

নিয়োগ পদ্ধতি : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদের জন্য কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। স্নাতকের নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হবে মেধা তালিকা। এরপর ইন্টারভিউ রাউন্ডে প্রার্থীর যোগ্যতা যাচাই করে সরাসরি নিয়োগ করা হবে পদে।

বয়সসীমা : সর্বনিম্ন ২০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদে।

মাসিক বেতন : নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদনের শেষ তারিখ : ২১শে মার্চ, ২০২৫

আবেদন পদ্ধতি : এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ভিজিট করতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন মূল্য বাবদ সাধারণ শ্রেণীর প্রার্থীদের ৭৫০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১৫০ টাকা প্রদান করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কর্মী নিয়োগ করবে RBI, ৫৭২টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন
JEE Main 2026 Session 1 Exam: সরস্বতী পুজোর দিন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, নতুন তারিখ কবে?