Job Opportunity: কলকাতা-সহ অন্যান্য রাজ্যে কর্মী নিয়োগ, নিয়োগ হবে ভারত ইলেক্ট্রনিক্স-এ, কারা আবেদনযোগ্য?

Published : Jun 13, 2025, 09:44 AM ISTUpdated : Jun 13, 2025, 09:46 AM IST
Job Opportunity

সংক্ষিপ্ত

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ সফটওয়্যার বিভাগে ৪০টি পদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র সফটওয়্যার ট্রেনি, জুনিয়র সফটওয়্যার ট্রেনি এবং সফটওয়্যার প্রফেশনালস পদে আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ। এই সংস্থার সফটওয়্যার বিভাগে হবে কর্মী নিয়োগ। এই মর্মে সম্প্রতি কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ এই সংস্থা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় বিভিন্ন পদে হবে নিয়োগ। নিযুক্তদের কলকাতা ও অন্যান্য শহরে নিয়োগ করা হবে।

শূন্যপদ

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ হবে নিয়োগ। সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ এবং সফটওয়্যার প্রফেশনালস ১ -এ হবে নিয়োগ। নিয়োগ হবে মোট ৪০-টি পদে। সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ পদে নিযুক্তদের কাজের মেয়াদ হল ২ বছর। সফটওয়্যার প্রফেশনালস ১-এ পদে পদে কাজের মেয়াদ ৩ বছর। এরপর তাজের কাজের নিরিখে এবং সংস্থার প্রয়োজন অনুসারে বাড়বে কাজের মেয়াদ। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, বেঙ্গালুরু, কোটি, গাজিয়াবাদ, দিল্লি, মুম্বই, ইনদওর বা অন্য শহরে।

বয়সের সীমা

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ হবে নিয়োগ। এবার নিয়োগ হবে ৪০-টি পদে। সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ এবং সফটওয়্যার প্রফেশনালস ১ পদে হবে নিয়োগ। এই সকল পদের জন্য আলাদা আলাদা বয়সের সীমা আছে। এই পদে আবেদন কারীর বয়স হতে হবে ২৮, ২৬ এবং ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক

সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ এবং সফটওয়্যার প্রফেশনালস ১ পদে হবে নিয়োগ। তাদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৩৫,০০০ টাকা এবং ২৫,০০০ এবং ৬০,০০০ টাকা।

যোগ্যতা

উল্লিখিত পদগুলোতে এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি বা বিসিএ বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিএসএসি বা বিই বা বিটেক থাকলে আবেদন জানানো যাবে। কিছু ক্ষেত্রে প্রয়োজন পেশাগত অভিজ্ঞতারও। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে রয়েছে এমনটাই।

আবেদন পদ্ধতি

সিনিয়র সফটওয়্যার ট্রেনি ১, জুনিয়র সফটওয়্যার ট্রেনি- ১ এবং সফটওয়্যার প্রফেশনালস ১ পদে হবে নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই পদে আবেদন করতে পারেন অনলাইনে। আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ অবেদনপত্র এবং নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে নিয়োগ করা হবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য