
Job Opportunity News: সরকারি চাকরি খুঁজছেন দীর্ঘদিন ধরে? কিন্তু মন মত চাকরি পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় বিভিন্ন পদে চলছে কর্মী নিয়োগ। যোগ্যতা অনুযায়ী আজই করে ফেলুন আবেদন। জানা গিয়েছে, বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড কোম্পানি একাধিক পোস্টে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করা হবে? (Job Opportunity News):-
বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের রাষ্ট্রায়ত্ত এই সংস্থাত তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, কোম্পানির ম্যানেজার, অফিসার এবং জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের সংস্থার অপারেশন্স, ডোমেস্টিক ট্রান্সপোর্টেশন, মার্কেটিং, ইলেকট্রিক্যাল, ট্যাক্সেশন-সহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ মিলবে। যোগ্য প্রার্থীদের পোস্টিং হবে কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু-সহ অন্যত্র। মোট শূন্যপদের সংখ্যা ১১।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা (Job Opportunity News):-
এই পদগুলিতে তিন বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে।
পদের ভিত্তিতে, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৬,৯৭৭ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০৬,৩৫০ টাকা। এছাড়াও অফিসার পদে আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকের পাশাপাশি দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা জরুরি। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে মূল বিজ্ঞপ্তিতে। আবেদনের শেষ তারিখ ২০ জুন।
অন্যদিকে, লকাতা মেট্রোরেলওয়ে দিচ্ছে দারুণ সুযোগ। মেট্রোরেলের বিভিন্ন পোস্টে চলছে যোগ্যতাভিত্তিক কর্মী নিয়োগ। আর এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতা মেট্রোরেলওয়ে কর্পোরেশন লিমিটেড এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, মেট্রোরেলের জেনারেল ম্যানেজার ও এক্সপার্ট নিয়োগ করা হবে। সিগন্যাল ও টেলিকম বিভাগের জন্য নিয়োগ। চুক্তির ভিত্তিতে ছ’মাসের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ একটি। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। যদিও, সেই ক্ষেত্রে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনও সংস্থা অথবা রেলওয়েতে কাজ করেছেন, এমন ব্যক্তিরা এবং সিগন্যাল ও টেলিকম বিভাগে কাজের অভিজ্ঞতাসম্পন্নরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে কলকাতাতেই।
কলকাতা মেট্রোরেলে চাকরির জন্য আগ্রহী প্রার্থীকে প্রথমে মেট্রোরেল কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে অনলাইনেই আবেদনকারীকে চাকরির সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফর্ম ফিলাপ ও সাবমিট করতে হবে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। আবেদনের শেষ তারিখ ২১ জুন। বিস্তারিত তথ্য জানতে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে চোখ রাখুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।