
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কর্মী নিয়োগ হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-তে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতিষ্ঠানের একটি ইউনিটেই সমস্ত প্রকল্পের কাজ হবে। কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীরা আবেদন করতে পারেন অনলাইনে।
শূন্যপদ ও কাজের সুযোগ
প্রতিষ্ঠানের মেশিন ইন্টেলিজেন্স ইউনিটে প্রকল্পগুলোর কাজ করা হবে। সমস্ত প্রকল্পে ‘প্রজেক্ট লিঙ্কড পার্সন’ নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে পাঁচটি। প্রকল্পের কাজে নিযুক্ত গবেষকদের ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কাজের সুযোগ পাবেন। এরপর নিযুক্তের কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের তহবিলের ওপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
বেতন
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-তে হবে নিয়োগ। শূন্যপদ আছে পাঁচটি। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের সাম্মানিক মিলবে মাসে ৩১ হাজার থেকে ৩৬ হাজার টাকা।
যোগ্যতা
প্রকল্পগুলোতে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজিতে এমই বা এমটেক উত্তীর্ণ হতে হবে প্রথম শ্রেণিতে। পাশাপাশি প্রয়োজন কম্পিউটার প্রগ্রামিং সংক্রান্ত জ্ঞানও। এছাড়াও যোগ্যতার অন্য মানদণ্ড স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত রয়েছে।
আবেদন পদ্ধতি
আগামী ২ জুন সকাল ১১টা থেকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের জন্য সাক্ষাৎকারের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্য প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত হতে হবে।
বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি দেখে নিন। দেরি না করে আবেদন করুন। এই পদে কাজে আগ্রহী হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেই অনুসারে আবেদন করুন।