
Job News: অনেকদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন, কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। ভারত আর্থ মুভার্স লিমিটেডে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন জানাবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
কোন কোন পদে চাকরিতে কর্মী নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, ভারত আর্থ মুভার্স সংস্থায় অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও নিয়োগ করা হবে ফিটার, টার্নার, ওয়েল্ডার, মেশিনিস্ট এবং ইলেকট্রিশিয়ান পদে। শূন্যপদের সংখ্যা ৪৪০। নিযুক্তেরা সর্বাধিক চার বছর সংস্থায় কাজের সুযোগ পাবেন। পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে। তাঁদের বেসিক পে হবে মাসে ১৬,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনকারীর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইআইটি কোর্স করা থাকতে হবে। এবং কোর্সে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এছাড়াও ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এনটিসি) থাকতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। এছাড়াও প্রার্থীদের যাবতীয় তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর।
অন্যদিকে, ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সংস্থায় কাজের সুযোগ পাবেন স্নাতকেরা। আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। সংস্থার অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ১৯২। নিযুক্তদের কর্মস্থ হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে। তাঁদের প্রশিক্ষণের মেয়াদ এক বছরের। প্রশিক্ষণ পর্ব শুরু হবে ১ নভেম্বর।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের সীমা ধার্য করা হয়েছে ২০ থেকে ২৫ বছর। পাশাপাশি তাঁদের যে কোনও বিষয় স্নাতকোত্তীর্ণ হতে হবে। এরই সঙ্গে শিক্ষানবিশদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২ হাজার টাকা। আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শিঘ্রই মিলবে কাজের সুযোগ। প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থার অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ১৯২। এই সকল পদে আবেদন করতে পারবেন অনলাইনে। তাই সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। তারপর সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনমূল্য অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ৯৪৪ টাকা। তফসিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের জন্য ৭০৮ টাকা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৪৭২ টাকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।