সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে চলছে কর্মী নিয়োগ

Published : Jan 04, 2026, 09:38 AM IST
job

সংক্ষিপ্ত

Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় অধীনস্থ এই সংস্থায়। জানুন কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। চুক্তির মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? 

সংস্থায় নিয়োগ করা হবে- প্রজেক্ট ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে দেওয়া হবে। কর্মস্থল হবে নয়ডা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আবেদন জানাবেন কীভাবে?

উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/) গিয়ে আবেদন জানাতে হবে। সেখানে হোমপেজে গিয়ে কেরিয়ার অপশন থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে। এবং যে যে ডকুমেন্টস চাওয়া হবে তাই দিয়ে তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১২ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, কর্মী নিয়োগ চলছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। এই সংস্থায় একটি প্রকল্পে কাজের জন্য বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক। উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে।

সংস্থায় নিয়োগ করা হবে রিসার্চ সায়েন্টিস্ট-১ (সায়েন্টিস্ট বি), রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) এবং ল্যাব টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদের সংখ্যা তিনটি। আবেদনকারীদের কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ হেল্‌থ রিসার্চ-এর অর্থপুষ্ট মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট স্কিমের অধীনে কাজ করতে হবে বলে জানানো হয়েছে।

তবে সংস্থায় নিযুক্তদের কাজের মেয়াদ ছ’মাস। যা পরবর্তীকালে অভিজ্ঞতার ভিত্তিতে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে। প্রতি মাসে রিসার্চ সায়েন্টিস্ট-১ পদে নিযুক্তকে ৫৬,০০০ টাকা, রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) পদে নিযুক্তকে ৬৭,০০০ টাকা এবং ল্যাব টেকনিশিয়ান পদে নিযুক্তকে ২০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বছর শুরুতেই কল্যাণী এইমস-এ চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Indian Job Market: ২০২৬ সালে ভারতে ১.২ কোটি নতুন চাকরি? রিপোর্টে বড় ইঙ্গিত