পুজোর মরশুমে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ

Published : Sep 27, 2025, 08:28 AM IST
iti job opportunities top sectors

সংক্ষিপ্ত

Job Vacancy 2025: সরকারি চাকরিতে বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কোন কোন পদে কর্মী নিয়োগ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job Vacancy 2025: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সরকারি চাকরিতে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করছে

কোথায় নিয়োগ চলছে? 

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, স্কুল শিক্ষক সহ অন্যন্য পদ মর্যাদায় কর্মী নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে। অনলাইনে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যে পোস্টিং দেওয়া হবে। চাকরিতে আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। মোট শূন্যপদের সংখ্যা ৪৯৯। আগ্রহী প্রার্থীরা- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরএ) প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) প্রবেশনার, সেফটি অফিসার, অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স সুপারভাইসর প্রবেশনার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) প্রবেশনার, কেমিস্ট প্রবেশনার, ড্রাফটসম্যান, অফিস এগজিকিউটিভ, অপারেটর-টেকনিশিয়ান প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট টিচার (হাইস্কুল) এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগদের জন্য আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:- সংশ্লিষ্ট সংস্থায় বিভিন্ন পোস্টে চাকরির আবেদনের ক্ষেত্রে যোগ্যতার আলাদা-আলাদা মাপকাঠি রয়েছে। তবে হাইস্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের গণিত, পগার্থবিদ্যা, রসায়ন, বাংলা, শারীর শিক্ষা, ভূগোল প্রভৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ। এছাড়াও থাকতে হবে বিএড ডিগ্রি। তবেই সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদন করা যাবে।

তবে চাকরিতে আবদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এছাড়াও ভিন্ন ভিন্ন পদভিত্তিক বেতনের মাপকাঠিও আলাদা। বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৬০,৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় রয়েছে। বাকি প্রার্থীদের আবেদন বাবদ জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর। আগ্রহী প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

অন্যদিকে, পুজোর মুখে দারুণ খবর। এবার মিলবে কাজের সুযোগ। তাও ৩৫০০ জন কর্মী পাবেন কাজের সুযোগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা কানাড়া ব্যাঙ্কের তরফে প্রশিক্ষণের সুযোগ। ব্যাঙ্কে তিন হাজারের বেশি শূন্যপদ হবে নিয়োগ। প্রকাশ্যে এল নয়া বিজ্ঞপ্তি। দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের কার্যালয়ে নিযুক্তরা কাজের সুযোগ পাবেন। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য