সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, এই বিশ্ববিদ্যালয়ে চলছে বিপুল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ

Published : Aug 07, 2025, 09:48 AM ISTUpdated : Aug 07, 2025, 09:49 AM IST
Private Sector Job

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরিতে মিলছে সুবর্ণ সুযোগ। কীভাবে আবেদন জানাবেন? জানুন বিস্তারিত সম্পূর্ণ প্রতিবেদন পড়ে। 

Government Job News: দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন, কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ। সরকারি এই সংস্থায় চলছে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ। জানা গিয়েছে রাজারহাটে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে মিলছে কাজের সুযোগ। এই বিশ্ববিদ্যালয়ে দুটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য অফলাইন অথবা অনলাইনে আবেদন জানাতে পারবেন। এরজন্য বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এবং জয়েন্ট প্লেসমেন্ট অফিসার পদে। যদিও ওই বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। জানা গিয়েছে, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীর বয়স হতে হবে ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। এবং জয়েন্ট প্লেসমেন্ট অফিসার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে।

কত টাকা বেতন দেওয়া হবে?

এই দুই পোস্টে চাকরির জন্য সংস্থার তরফে বেতনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যথাক্রমে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারদের বেতন হবে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা থেকে ১ লাখ দেড়লাখ। এবং জয়েন্ট প্লেসমেন্ট অফিসার পদে চাকরির জন্য নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:-

উভয় পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। এছাডা়ও পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।

আবেদনের শেষ তারিখ:-

উভয় পদে আবেদনের জন্য ২৭ অগাস্ট এবং ৩১ অগাস্ট। আবেদনকারীদের সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে ডাকযোগে আবেদন জানাতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্য মিলবে সংস্থার ওয়েবসাইটে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ৮ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-তে। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ব্যাঙ্কের বিভিন্ন পদে আবেদব করতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারেন। শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি। আপাতত তিন বছরের জন্য হবে নিয়োগ। সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ একই। পরে চুক্তির ওপর ভিত্তি করে কাজের মেয়াদ বাড়বে। নিযুক্তদের নয়াদিল্লিতে হবে পোস্টিং। ব্যাঙ্কের প্রয়োজনে বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা হতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক