আইটি সংস্থায় কর্মী নিয়োগ, বিপুল সংখ্যক কর্ম সংস্থান এ-রাজ্যে, জেনে নিন বিস্তারিত

ইনফোসিসে বিভিন্ন SAP পদে কর্মী নিয়োগের জন্য walk-in ইন্টারভিউ आयोजित হবে। ২১ ডিসেম্বর নিউটাউন অফিসে সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ২ থেকে ১৫ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুখবর। এবার কলকাতার নামি সংস্থা ইনফোসিসে হবে কর্মী নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এবার সরাসরি ওয়া ইন ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে নিউটাউনের অফিসে চলবে এই নিয়োগ প্রক্রিয়া।

শূন্যপদ

Latest Videos

ইনফোসিসে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে প্রকাশ্যে। সেগুলো হল-

SAP ABAP Developer

SAP FICO Consultant

SAP SD Consultant

SAP MM Consultant

SAP BASIS Consultant

SAP BW/HANA/BODS/Data Migration

SAP ISU Consultant

SAP UI5/FIORI/BTP Consultant

SAP PP/QM Consultant

SAP Security Consultant

SAP EWM Consultant

SAP TM Consultant

বসয়ের সীমা

একাধিক পদে কর্মী নেবে ইনফোসিস। বিভিন্ন পদের বয়সের সীমা ভিন্ন। তবে, প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে সব উল্লেখ আছে। ২০২৪ অনুসাসে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর পূর্ণ হলে আবেদন করতে পারেন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানতে পারবেন।

যোগ্যতা

নির্দিষ্ট পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার উল্লেখ মিলেছে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে। তবে, ২ বছর থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই সকল পদে আবেদন করতে পারেন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জেনে নিন।

আবেদন পদ্ধতি

Infosys-এ কাজের জন্য আবেদন করতে চাইলে প্রথমে চাকরি প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য চাকরি প্রার্থীরা https://infy.com/4gmb7hX অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখান থেকে আবেদন করুন। আপনার বৈধ মোবাইল নম্বর ও মেলআইডি দিয়ে রেজিস্ট্রার করাতে হবে। সেখানে আপনার প্রয়োজনীয় নথি আপলোড করুন। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এভাবে ফর্মে ফিলআপ করে নিন।

নিয়োগ পদ্ধতি

চাকরি প্রার্থীদের এবার কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ -র মাধ্যমে বাছাই করা হবে। ২১ ডিসেম্বর হবে ইন্টারভিউ। সকাল ১০টা থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

 

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury