পড়াশোনা শেষে সঠিক চাকরির আশায় থাকেন অনেকেই। কিন্তু, ভাগ্য সঙ্গ না দিলে সঠিক চাকরি পাওয়া কঠিন। সদ্য প্রকাশ্যে এল নয়া চাকরির কথা। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার স্বীকৃত এনসিএসএম (ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম)-র তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন।
শূন্যপদ
কলকাতার সায়েন্স সিটিতে নিয়োগ করা হবে সায়েন্স কমিউনিকেটর। নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। প্রথমে নিয়োগ করা হবে ১ বছরের জন্য। যদি কাজের মেয়াদ বৃদ্ধি পায় তাহলে আবার রিনিউ হবে চুক্তি। এই পদে মোট আটজন কর্মী নিয়োগ করা হবে।
বেতন
কলকাতার সায়েন্স সিটিতে হবে কর্মী নিয়োগ। সায়েন্স কমিউনিকেটর নিয়োগ করবে সংস্থা। প্রতি মাসে বেতন ৩৫ হাজার টাকা। এক বছরের জন্য হবে এই নিয়োগ। ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে আবেদন করুন। দীর্ঘদিন পর এসেছে কলকাতা সায়েন্স সিটিতে চাকরির সুযোগ।
যোগ্যতা
সায়েন্স কমিউনিকেটর নিয়োগ কলকাতার সায়েন্স সিটি। নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে বেতন। এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়ো সায়েন্স বিষয় স্নাতকোত্তর হতে হবে। তবে, ২০২২ সালের আগে কেউ স্নাতন হলে তারা আবেদন করতে পারবেন না। পাশাপাশি স্থানীয় ভাষা ও হিন্দি জানতে হবে সঠিক ভাবে।
আবেদন পদ্ধতি
কলকাতার সায়েন্স সিটিতে চাকরির জন্য আবেদন করতে পারেন অনলাইনে। ঘরে বসে সংস্থার ওয়েব সাইটে গিয়ে আবেদন করা যায়। সবার আগে কলকাতার সায়েন্স সিটি-র ওয়েবসাইটে যান। সেখানে হোম পেজে সংশ্লিষ্ট বিজ্ঞাপন দেখতে পারেন। সেখানে পর পর ধাপ মেনে আবেদন করুন। আবেদন করতে হবে ১৩ এপ্রিলের মধ্যে। অর্থাৎ দেরি না করে ঝটপট আবেদন করুন কলকাতা সায়েন্স সিটি-তে চাকরির জন্য।