সোমে মাধ্যমিক পরীক্ষা, হাইকোর্টের নির্দেশে ফের চালু পোর্টাল, কবে মিলবে অ্যাডমিট কার্ড? উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা

সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অথচ রাজ্য়ের বহু স্কুলে এখনও অ্যাডমিট কার্ডই হাতে পায়নি অনেক পরীক্ষার্থী! সরা বছর পড়াশোনা করে আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে।

শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ২০২৫। সোমবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষা সামনে আসার সাথে সাথে, শিক্ষার্থীরা প্রস্তুতিতে ব্যস্ত, এবং মাধ্যমিক বোর্ডও পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অথচ রাজ্য়ের বহু স্কুলে এখনও অ্যাডমিট কার্ডই হাতে পায়নি অনেক পরীক্ষার্থী! সরা বছর পড়াশোনা করে আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। তাড়া করছে উদ্বেগ। আদালতের কড়া নির্দেশের পর কত তাড়াতাড়ি জট কাটে, এখন সেদিকেই তাকিয়ে তারা।

Latest Videos

রাজ্য়ের বহু স্কুলে এখনও বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডই পাননি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তাঁরা। যে সব স্কুলের ভুলে মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও অ্যাডমিট কার্ড পায়নি, সেই সব স্কুলগুলিকে পরীক্ষার্থী পিছু ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারপতি। আদালতের সেই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুপুর ২টোর পর সাংবাদিক বৈঠক করবে মধ্যশিক্ষা পর্ষদ।

একনজরে মাধ্যমিক পরীক্ষার সূচি

প্রথম ভাষা- ১০ ফেব্রুয়ারি

দ্বিতীয় ভাষা- ১১ ফেব্রুয়ারি

অঙ্ক- ১৫ ফেব্রুয়ারি

ইতিহাস- ১৭ ফেব্রুয়ারি

ভূগোল- ১৮ ফেব্রুয়ারি

জীবন বিজ্ঞান- ১৯ ফেব্রুয়ারি

ভৌত বিজ্ঞান- ২০ ফেব্রুয়ারি

ঐচ্ছিক বিষয়- ২২ ফেব্রুয়ারি

২০২৪ সালের ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে শুরু হয় অনলাইনে ফর্ম পূরণ পদ্ধতি। ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা গিয়েছে। ফর্ম পূরণের প্রায় দুমাস পর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। অথচ রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীরা হাতে পায়নি অ্যাডমিট কার্ড পায়নি। যা নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ।

Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের