NTPC-তে বিপুল কর্মী নিয়োগ, মাসিক বেতন ১.৪ লক্ষ, দেখে নিন কারা আবেদন যোগ্য

Published : Feb 13, 2025, 09:09 AM IST
ntpc market cap

সংক্ষিপ্ত

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে ৪০০ টিরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইঞ্জিনিয়ার এগজিকিউটিভ ট্রেনি পদে মাসিক বেতন ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা।

স্কুল-কলেজের গণ্ডি পার করে সঠিক কেরিয়ার গড়া বা ভালো চাকরি পাওয়াই থাকে সকলের টার্গেট। তবে, এই লক্ষ্যে পৌঁছানো সহজ কথা নয়। মনের মতো চাকরি সহজে মেলে না। তবে, এবার চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। এবার সুযোগ মিলবে সরকারি চাকরির। সদ্য প্রকাশ্যে এল এমনই এক বিজ্ঞপ্তি। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে বিপুল নিয়োগ হবে। মাসে বেতন ১ লক্ষ ৪০ হাজার।

শূন্যপদ

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে বিপুল নিয়োগ হবে। এনটিপিসি ৪০০-রও বেশি শূন্যপদে হবে নিয়োগ। আগ্রহীরা আবেদন করতে পারেন অনলাইনে। ntpc.co.in এ গিয়ে আবেদন করুন। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে বিপুল নিয়োগ। ইঞ্জিনিয়ার এগজিকিউটিভ ট্রেনি পদে হবে নিয়োগ। এর মধ্যে আছে ইলেকট্রিকাল নেবে- ১৩৫ জন। মেকানিকাল নেবে- ১৮০ জন। ইলেকট্রনিক্স নেবে- ৮৫ জন। সিভিল নেবে- ৫০ জন। মাইনিং নেবে- ২৫জন।

বেতন

প্রায় ৪০০টি পদে হবে নিয়োগ। এই সকল পদের বেতন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪০ হাজার। বিভিন্ন পদে হবে নিয়োগ। পদ অনুসারে বেতন ভিন্ন। 

শিক্ষাগত যোগ্য

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তেমনই স্নাতক স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। গেট পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আবেদন করতে পারেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে।

বয়সের সীমা

শীঘ্রই ntpc-তে ইলেকট্রিকাল, মেকানিকাল, ইলেকট্রনিক্স, সিভিল, মাইনিং পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২৭। তেমনই সংরক্ষিত শ্রেণির জন্য আছে বয়সের ছাড়।

আবেদন পদ্ধতি

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে বিপুল নিয়োগ হবে শীঘ্রই। এই সকল পদে আবেদন করতে পারেন ঘরে বসে। অনলাইনে আবেদন করা সম্ভব। সবার আগে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট খুলুন। সেখানে পেয়ে যাবে এই বিজ্ঞপ্তি। অনলাইনেই আবেদন করে ফেলুন। 

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে